করাচি: প্রথম ম্য়াচেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার। যদিও সেটিকে অঘটন হিসেবে ধরা হয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে যেভাবে মাত্র ১২০ রান তাড়া করতে নেমে নাকানিচোবানি খেয়ে ম্য়াচ হারল পাকিস্তান, এরপরই সমালোচনার ঝড় উঠেছে ওয়াঘার ওপাড়ে। প্লেয়ারদের দায়িত্ববোধ, দায়বদ্ধতা নিয়ে তো প্রশ্ন উঠছেই, এমনকী পাক অধিনায়ক বাবর আজমকেই স্ক্যানারে ফেলা হয়েছে। তাঁর নেতৃত্ব দেওয়া ও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েও আলোচনা হচ্ছে। এবার প্রাক্তন পাক অধিনায়ক ও প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিক বাবরকে বার্তা দিলেন নেতৃত্ব ছাড়ার। 


এক চ্য়ানেলে সাক্ষাৎকারে শোয়েব বলেন, ''আমি এর আগেও অনেকবার বলেছি। আবারও বলছি। দয়া করে নেতৃত্বভার ছেড়ে দাও বাবর। তুমি একজন উন্নতমানের ব্যাটার। তুমি তোমার ক্ষমতা সম্পর্কে ভাল মতই জান। আর ম্য়াচে ব্যাট হাতে তা প্রদর্শন করতে পারবে তখনই, যখন আলাদা কোনও চাপ তুমি অনুভব করবে না। যদি বাবর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ায়, তবে অবশ্যই তা দল ও বাবর দু পক্ষের জন্যই ভাল হবে।''


ভারতের বিরুদ্ধে ম্য়াচে ১২০ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১১৩/৭ এই আটকে যায় পাকিস্তান। বাবর ও রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন ওঠে। বাবর ১০ বলে ১৩ রান করেছিলেন। অন্য়দিকে রিজওয়ান ৪৪ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান ক্রিজে সেট হওয়ার পরও। শোয়েব বলেন, ''১২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেন তুমি তোমার স্ট্রাইক রেটের দিকে লক্ষ্য রাখবে না? তুমি দলের নেতা হিসেবে এরকম পারফর্ম করে কীসের উদাহরণ তৈরি করছ?''


পাকিস্তানের হারে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রমও। ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন সুইংয়ের সুলতান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকরী চ্যানেলের ধারাভাষ্যকারের দায়িত্ব সামলানোর সময় ভারতের বিরুদ্ধে হারের পর আক্রম বলেন, ''এই পাকিস্তান দলকে ধ্বংস করার জন্য অন্য কোনও দলের দরকার নেই। এরা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। এই দলটার শত্রু থাকার দরকার নেই। দলের ভেতরেই অনেক শত্রু রয়েছে। এখন কি এই প্লেয়ারদের বুঝিয়ে দিতে হবে যে ম্য়াচ সিচুয়েশন কেমন ভাবে সামলাতে হবে? বাবর, কোচ এঁরা বলবে এখন প্রত্যেক প্লেয়ারকে?''


আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে অর্শদীপের খোঁচা মেরেছিলেন, কামরানকে পাল্টা জবাব হরভজনের