নিউ ইয়র্ক: একেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বসে আছে পাকিস্তান। তার মধ্যে আজ সামনে ভারত। ধারে ভারে এগিয়ে থেকেই মাঠে নামবে রোহিত বাহিনী। আর পাকিস্তানকে দেখলেই এই পাঁচ ভারতীয় তারকা বারবার জ্বলে ওঠেন। আজ মাঠে বাবর-শাহিনদের আতঙ্কের কারণ হয়ে উঠতে পারেন এই পাঁচ ভারতীয় ব্যাটার। কে কে আছেন তালিকায়? দেখে নেওয়া যাক-
বিরাট কোহলি
নিঃসন্দেহে তালিকায় সবার আগে থাকবেন কিং কোহলিই। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩০৮ রান করেছেন। ১৩২-র ওপর স্ট্রাইক রেট। চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাঁকানো অপরাজিত ৮২ রানই সর্বোচ্চ। বিশ্বকাপের মঞ্চ ছাড়া টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১০ ইনিংসে কোহলি ৪৮৮ রান করেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে অপরাজিত ৮২ রান এই ফর্ম্য়াটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস একটি। ভারত রান তাড়া করতে নেমে একসময়ে ৩১/৪ ছিল। সেখান থেকে দলকে ম্য়াচ জেতান বিরাট।
রোহিত শর্মা
কুডির ফর্ম্যাটের বিশ্বকাপে রোহিত পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিশাল কিছু করতে পারেননি। পাঁচ ম্য়াচে ৬৮ রান করেছেন। মাত্র ১৭ গড় ছিল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১০ ম্য়াচে মাত্র ১১৪ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৩০। কিন্তু আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে অর্ধশতরান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধেও ওপেনিংয়ে নেমে বিধ্বংসী মূর্তি ধারণ করলে কিন্তু কপালে দুঃখ আছে হ্য়ারিসদের।
হার্দিক পাণ্ড্য
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২ ম্য়াচে ৫১ রান করেছেন হার্দিক পাণ্ড্য। সর্বোচ্চ ৪০। এছাড়া বল হাতেও চার উইকেট তুলে নিয়েছেন তারকা অলরাউন্ডার। মোট ৬ ম্য়াচে এই ফর্ম্য়াটে পাক দলের বিরুদ্ধে হার্দিকের ঝুলিতে রয়েছে ৮৪ রান। একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাঁর বোলিং। ১১ উইকেটও নিয়েছেন। আজও অলরাউন্ডার হার্দিককে প্রয়োজন হবেই রোহিতের। ব্যাট হাতে লোয়ার অর্ডারে প্রয়োজন না পড়লেও বল হাতে উইকেট তুলে ম্যাচের রং বদলে দিতে পারেন বঢোদরার অলরাউন্ডার।
যশপ্রীত বুমরা
বুমরা যেই ধরণের বোলার, সেই হিসেবে দেখতে গেলে এই পরিসংখ্যান একেবারেই তাঁর সঙ্গে যায় না। দুই ম্য়াচে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র এক উইকেট ঝুলিতে পুরেছেন ডানহাতি পেসার। মোট তিন ম্য়াচে দুই উইকেট রয়েছে ঝুলিতে। নিজের রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে আরও ভাল করতে চাইবেন বুমরা।
কুলদীপ যাদব
পাকিস্তানকে দেখলেই জ্বলে ওঠেন কুলদীপ যাদব। টি-টোয়েন্টিতে আমনে সামনে না হলেও ওয়ান ডে ফর্ম্য়াটে পাকিস্তানের বিরুদ্ধে ৬ ম্য়াচে ১২ উইকেট রয়েছে কুলদীপের দখলে। এশিয়া কাপের মঞ্চে গত বছর ২৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। আজ কুলদীপ ভারতীয় একাদশে খেললে তা বড় চ্যালেঞ্জ হতে চলেছে রিজওয়ানদের কাছে অবশ্যই।