নিউ ইয়র্ক: আমেরিকার বিরুদ্ধে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তিনে তিন করেছে ভারত। সেই সঙ্গে জায়গা পাকা করে নিয়েছে সুপার এইটে। শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে ফল যাই হোক না কেন, ভারতের (Indian Cricket Team) সুপার এইটে ওঠা আটকাচ্ছে না।


আর জয়ের হ্যাটট্রিকের স্বস্তির মধ্যেই ভারতীয় ড্রেসিংরুমে হাজির হয়ে গেলেন তারকা অতিথি। পুরস্কার তুলে দিলেন মহম্মজ সিরাজের (Mohammed Siraj) হাতে। 


টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচের সেরা ফিল্ডারকে দলের তরফ থেকে পুরস্কৃত করা হচ্ছে। যে রেওয়াজ ভারতীয় দলে চালু করেছেন কোচ রাহুল দ্রাবিড়। ওয়ান ডে বিশ্বকাপের সময়ও নিয়মিতভাবে যে পুরস্কার দেওয়া হয়েছে।


বুধবার রাতে ম্যাচের শেষে ভারতীয় ড্রেসিংরুমে ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, 'সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে বেশ কয়েকজন রয়েছে। ঋষভ পন্থ দারুণ কিপিং করেছে। ভাল ক্যাচ নিয়েছে। সূর্যকুমার যাদব দারুণ ফিল্ডিং করেছে। যেভাবে ঝাঁপিয়ে পড়ে ২ রান বাঁচাল, এই ধরনের লো স্কোরিং ম্যাচে সেটাই ফারাক গড়ে দেয়। সেই সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ়ের বাউন্ডারি লাইনে শরীর শূন্যে ভাসিয়ে অসাধারণ ক্যাচটিও।' তারপর যোগ করেন, 'আজ সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার জন্য আমরা বিশেষ একজনকে পেয়েছি। যে নিজে ফিল্ডিংয়ের একটা আলাদা মান তৈরি করেছিল।'


তারপরই ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশ করেন যুবরাজ সিংহ। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে যাঁর ৬ বলে ৬ ছক্কা ক্রিকেটের ইতিহাসে রূপকথা হয়ে রয়েছে।


 






যুবরাজ আসতেই করতালি দিয়ে ওঠেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যুবি বলেন, 'দারুণ বল করেছে অর্শদীপ। শিবম দুবেও খুব ভাল ব্যাটিং করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছে স্কাই (সূর্যকুমার যাদব)। যা একেবারেই স্কাই-সুলভ নয় (আমেরিকার বিরুদ্ধে ৪৯ বলে ৫০ করেন সূর্য)। সেরা ফিল্ডারের পুরস্কার পাচ্ছে সিরাজ়।' হায়দরাবাদের পেসারকে আলিঙ্গন করেন যুবি। বাহবা দেন গোটা দলকে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।


আরও পড়ুন: ফের গ্রুপ থেকে বিদায়? কোন অঙ্কে সুপার এইটের দরজা খুলতে পারে পাকিস্তানের?