প্রভিডেন্স: লক্ষ্য মাত্র ১৩৭। প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনির (Paua New Guinea) মতো দুর্বল দল। দুবারের টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ় হাসতে হাসতে ম্যাচ জিতবে, সেটাই ছিল প্রত্যাশিত।


কোথায় কী! বরং একটা সময় হারের আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল ক্যারিবিয়ান শিবিরে। ক্রিকেটপ্রেমীরা কৌতূহলী হয়ে পড়েছিলেন, টি-২০ বিশ্বকাপের প্রথম দিনই কি অঘটনের সাক্ষী থাকতে হবে?


ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের ১৬তম ওভারে কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা শেরফান রাদারফোর্ড যখন ফিরে গেলেন, ৪ ওভারে ৪০ রান দরকার ছিল। হাতে মাত্র ৫ উইকেট। পরের ওভারে মাত্র ৯ রান খরচ করলেন জন কারিকো। ৩ ওভারে বাকি ৩১ রান। গোটা ক্রিকেটবিশ্ব অঘটনের অপেক্ষা শুরু করে দিয়েছিলেন।


শুধু চিত্রনাট্য সেদিকে যেতে দিলেন না আন্দ্রে রাসেল ও রস্টন চেজ। ১৮তম ওভারে আসাদ ভালার বলে ১৮ রান তুলে ম্যাচের রং পাল্টে দিলেন ক্যারিবিয়ান তারকারা। ১৯ ওভারে লক্ষ্যপূরণ করল ওয়েস্ট ইন্ডিজ। সহজ দেখানো ম্যাচ কঠিন করে। মাত্র ৬ বল বাকি থাকতে। কষ্টার্জিত যে জয় ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামিকে স্বস্তি দেবে না মোটেও।


 






২৭ বলা ৪২ রানে অপরাজিত রইলেন রস্টন চেজ়। ৯ বলে ১৫ রানে অপরাজিত রইলেন রাসেল। যিনি সদ্য আইপিএল জিতে ফিরেছেন। এবারের আইপিএলে পুনর্জন্ম হয়েছিল বোলার রাসেলের। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বল হাতে নিয়মিত উইকেট তুলছিলেন। এদিনও বল হাতে নজর কাড়লেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে নিলেন ২ উইকেট। প্রথমে ব্যাট করে পাপুয়া নিউ গিনি তোলে ১৩৬/ ৮। সেসে বাউ ৪৩ বলে ৫০ করেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। জবাবে ১৯ ওভারে রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ়। রস্টন চেজ় ম্যাচের সেরা হয়েছেন।                                          


আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।