মুম্বই: দেশের সেরা উইকেট কিপার কে? জনপ্রিয়তার নিরিখে মহেন্দ্র সিংহ ধোনির নামই হয়ত বলবে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। কিন্তু রোহিত শর্মা কিন্তু ধোনিকে নয়, দেশের সেরা উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি বেছে নিয়েছেন ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। বাংলার প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় টেস্ট দলের ধোনি পরবর্তী সময়ের সেরা উইকেটকিপার ঋদ্ধিমানকে অনেক কাছ থেকে দেখেছেন রোহিত। আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি জানিয়েছেন ঋদ্ধির থেকে নিঁখুত টেকনিকের উইকেট কিপার তিনি আর দেখেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, ''আমরা প্রচুর টেস্ট খেলেছি একসঙ্গে। ওর পাশেই স্লিপে দাঁড়াতাম। ওর পাশে দাঁড়িয়ে ক্যাচও নিয়েছে। ঋদ্ধিমান নিজেও অনেক ক্যাচ নিয়েছে। তবে ওর মতো উইকেটকিপার কখনও দেখিনি। ঋদ্ধিই ভারতের সেরা উইকেটকিপার। এটা নিয়ে কোনও সন্দেহই নেই। আমার কথায় কিছু বদলে যাবে না। কিন্তু আপনি যদি আমাদের টেস্ট ক্রিকেট খেলতে দেখেন তা হলে বুঝে যাবেন আমি কী বলছি।''
দেশের জার্সিতে ঋদ্ধি যখন প্রথম সুযোগ পেলেন তখন মহেন্দ্র সিংহ ধোনি তাঁর কেরিয়ারের শিয়রে। ফলে শুরু থেকেই ধোনির ছায়া হয়ে থেকে যেতে হয়েছে। ওয়ান ডে ফর্ম্য়াটে মাত্র ৯টি ম্যাচ খেলার সুয়োগ পেয়েছিলেন। তবে টেস্ট কেরিয়ারে ৪০ ম্য়াচ খেলেছেন। ঝুলিতে রয়েছে ৯২টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময়েই তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়।
বেঙ্কটেশ আইয়ার হলেন অধিনায়ক
বেঙ্কটেশ আইয়ার বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশ দলের অধিনায়কত্ব করবেন । তিনি অধিনায়ক হিসেবে রজত পাতিদারের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি তাঁর অধিনায়কত্বে আরসিবিকে আইপিএল ২০২৫-এর খেতাব জিতিয়েছিলেন । পাতিদারের অধিনায়কত্বে মধ্যপ্রদেশ দল রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল পারফর্ম করেছে । এই পারফরম্যান্স দেখে পাতিদারের দল থেকে বাদ পড়া বেশ অবাক করা সিদ্ধান্ত। মধ্যপ্রদেশ দল সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্যায় পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু ফাইনালে পৌঁছাতে পারেনি । বেঙ্কটেশ আইয়ার সেই টুর্নামেন্টে ১০টি ম্যাচ খেলে ২১১ রান করেছিলেন। এইবার বিজয় হাজারে ট্রফিতে অনেক বড় তারকাদের খেলতে দেখা যাবে । বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থও এই আসন্ন টুর্নামেন্টে খেলার নিশ্চয়তা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে ঘরোয়া ক্রিকেট খেলবেন রোহিত, বিরাটরা।