সাসেক্স: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। একে একে দলের সব সদস্যরাই আইপিএল শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিরাট কোহলি, উমেশ যাদবরা আগেই এসেছিলেন। পৌঁছে গিয়েছেন রোহিত শর্মাও। অরুণডেল ক্যাসেল ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর, পারস মাম্বরের তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেখানে ভারতীয় দলের বোলিং কোচ পারস মাম্বরে বলছেন, ''গত দুটো সেশন আমাদের দারুণ কেটেছে। ওয়ার্কলোড একটা ইস্যু রয়েছে। তবে সবাই অনুশীলন সারছে নিজেদের মত। হাওয়া বইছে। মাঠটা দুর্দান্ত। বেশি চাপ কেউই অনুভব করুক তা কখনোই কাম্য নয়।'' ভারতীয় দলের ফিল্ডিং কোচ বলছেন, ''আমাদের মাথায় রাখতে হবে যে প্লেয়াররা বেশিরভাগই আইপিএলে খেলে এসেছেন। তাই বাড়তি ধকল আসুক তাঁদের, তা একদমই ঠিক হবে না। ক্যাচ প্র্যাক্টিসে বেশি করে নজর দেওয়া হয়েছে। ক্লোজিং ক্যাচ, স্লিপ ক্য়াচ ও ফ্ল্যাট ক্যাচিংয়ে বেশি গুরুত্ব দেওযা হয়েছে।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ''প্রত্যেকে এত বড় একটা টুর্নামেন্ট খেলে এসেছে। আমার মনে হয় পুরোটাই মানসিক প্রস্তুতির বিষয়। সাদা বল থেকে লাল বলের ফর্ম্য়াটে মানিয়ে নেওয়াটাই আসল। কিছুদিন সময় লাগবে। তবে আমি আশাবাদী প্রত্যেকেই নিজেদের ছন্দ ধরে রাখতে পারবে।''
বিরাটের প্রশংসায় হ্য়াজেলউড
আইপিএলে একসঙ্গে খেলেন। বিরাট কোহলির(Virat Kohli) আরসিবি দলেরই সদস্য জস হ্যাজেলউড। গত ২ বছর ধরে আরসিবির সদস্য অজি পেসার। এই বছর যদিও সেভাবে খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু দীর্ঘ সময় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লড়াইটা সম্মুখ সমরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য কিংগ কোহলির প্রশংসা ঝড়ে পড়ল হ্যাজেলউডের গলায়। অজি পেসার বলছেন, ''আমার মনে হয় বিরাটের পরিশ্রমের কথা সবার আগে উল্লেখ করতে হয়। ও অসম্ভব পরিশ্রমী ছেলে। এরপর ওর ফিটনেস ও ব্যাটিংয়ের স্কিল ওকে আরও বিশ্বমানের ক্রিকেটারে পরিণত করেছে। তিনি এমন একজন যে নেটে সবার আগে পৌঁছত আর সবার শেষে নেট থেকে বেরিয়ে আসত। বিরাট দলের সবাইকে উদ্বুদ্ধ করতে ভালবাসে। ওকে দেখে তরুণ ক্রিকেটারদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়।''