ম্যাঞ্চেস্টার: প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর গত ম্যাচে দুরন্তভাবে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ফিরে এসেছিল ইংল্যান্ড (England Cricket Team)। আশা ছিল পরের দুই ম্যাচ জিতে সিরিজও জিতবে তাঁরা। তবে সে গুড়ে বালি, থুড়ি বৃষ্টি। গোটা তিনদিন ম্যাচে নিজেদের দাপট দেখালেও শেষমেশ বরুণদেবই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের চতুর্থ টেস্ট (ENG vs AUS 4th Test) জয়ের আশা ভেস্তে দিলেন। পাশাপাশি বেন স্টোকসদের (Ben Stokes) অ্যাশেজ (The Ashes 2023) জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল।


চতুর্থ দিনে বৃষ্টির জেরে মাত্র ৩০ ওভারই বল করা সম্ভব হয়েছিল। তবে তাতেও ইংল্যান্ড কিন্তু বেশ ভাল জায়গাতেই ছিল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে ৬১ রানে পিছিয়ে ছিল এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের হাতে ছিল পাঁচ উইকেট। অজিদের হয়ে ক্রিজে ছিলেন দুই অলরাউন্ডার মিচেল মার্শ (৩১) ও ক্যামেরন গ্রিন (৩)। অজিদের দ্রুত আউট করতে পারলে, তাঁরা যদি অল্প রানের লিডও নিতও, তা ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম ও রেকর্ড কিন্তু তাঁদের সমর্থকদের মনে আশা জাগাত। এই ম্যাচ জিতলেই ইংল্যান্ড সিরিজেও সমতায় ফিরত। কিন্তু তা আর হল কই।


পঞ্চম দিনে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে একটি বলও খেলা হল না। ফলে ড্রয়ে শেষ হল ম্যাচ। ইংল্য়ান্ড দলের অধিনায়ক হিসাবে বেন স্টোকস ও কোচ হিসাবে ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম টেস্ট ম্যাচ ড্র করল ইংল্য়ান্ড। এই ড্রয়ের ফলে ইংল্যান্ড শেষ ম্যাচ জিতলেও সিরিজ ২-২ ড্র হবে। গতবারের অ্যাশেজ জিতেছিলেন প্যাট কামিন্সরা। তাই সিরিজ ড্র হলেও, অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার দখলেই থাকবে। ফলে ইংল্যান্ড অ্যাশেজ জেতার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল।


তবে অস্ট্রেলিয়া কিন্তু এখনও সিরিজ জিততে পারে। শেষ ম্য়াচে পরাজয় এড়াতে পারলেই প্যাট কামিন্সরা দুই দশকের হতাশা দূর করবেন। ২০০১ সালের পর থেকে ইংল্যান্ডকে তাঁদের ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। সেই রেকর্ড বদলে ফেলার হাতছানি রয়েছে কামিন্সদের সামনে। ২৭ জুলাই থেকে ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?