লিডস: অ্যাশেজ সিরিজের (The Ashes) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও (ENG vs AUS 3rd Test) বোলাররা নিজেদের দাপট অব্যাহত রাখল। প্রথম দিন যেখানে দুই দলের মোট ১৩টি উইকেট পড়েছিল, সেখানে দ্বিতীয় দিনে পড়ল ১১ উইকেট। দ্বিতীয় দিনের শেষে কিন্তু একেবারে জমজমাট অবস্থায় রয়েছে ম্যাচ। অস্ট্রেলিয়া বর্তমানে ১৪২ রানে এগিয়ে রয়েছে।
অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেটের বিনিময়ে ৬৮ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে মাত্র ২৩৭ রানেই শেষ হয়ে যায় ইংল্য়ান্ডের ইনিংস। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ছাড়া আর কেউ তেমন লড়াইও গড়ে তুলতে পারেনি। স্টোকস একাই ৮০ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া আর কোনও ইংল্যান্ড ব্যাটার অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জ্বলে উঠেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি একাই ছয়টি উইকেট নেন।
দিনের শুরুতেই জো রুট ১৯ রান করেন। জনি বেয়ারস্টোও ১২ রানের ব্যক্তিগত স্কোরেই সাজঘরে ফেরেন। মঈন আলি ও বেন স্টোকস এরপর ইংল্যান্ডের ইনিংসকে কিছুটা স্থিরতা প্রদান করেন। দুইজনে মিলে ষষ্ঠ উইকেটে ৪৪ রান যোগ করেন। তবে মঈনও ২১ রানে প্যাট কামিন্সের শিকার হন। ক্রিস ওকসও ১০ রানের বেশি করতে পারেননি। সাত উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে প্রথম সেশন শেষ করে ইংল্যান্ড। লাঞ্চের পর ক্রিস ওকস (১০) অল্প রানেই সাজঘরে ফেরেন। বল হাতে পাঁচ উইকেট নেওয়া মার্ক উড ব্যাট হাতেও ২৪ রানের আগ্রাসী একটি ইনিংস খেলেন বটে। তবে তাছাড়া ইংল্যান্ডের লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। শেষ ব্যাটার হিসাবে স্টোকসই ৮০ রানে আউট হলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের একবার চেনা ছবি ধরা পড়ে। স্টুয়ার্ট ব্রডের বলে টেস্ট ক্রিকেটে ১৭ নম্বর বার আউট হন ওয়ার্নার। টেস্টের ইতিহাসে এক বোলারের নির্দিষ্ট কোনও ব্যাটারকে আউট করার তালিকায় এটি পঞ্চম সর্বোচ্চ। ওয়ার্নার আউট হলেও, আরেক ওপেনার উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ডের হয়ে প্রয়োজনীয় সাফল্য এনে দেন মঈন আলি। তিনিই খাওয়াজা ও লাবুশেনের ৫৭ রানের পার্টনারশিপ ভাঙেন। লাবুশেন ৩৩ রানে সাজঘরে ফেরেন।
নিজের পরের ওভারেই ফের একবার সাফল্য পান মঈন। এবার তিনি স্টিভ স্মিথের মহামূল্যবান উইকেটটি নেন। এটি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড অলরাউন্ডারের দু'শোতম উইকেট। নিজের শততম টেস্ট খেলা স্মিথ প্রথম ইনিংসে ২২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ তিনি। দুই রানে সাজঘরে ফেরেন তিনি। খাওয়াজা নিজের অর্ধশতরানের দিকেই এগোচ্ছিলেন। তবে ক্রিস ওকস তাঁকে ৪৩ রানে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চতুর্থ ধাক্কাটি দেন। দিনের শেষে ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ অপরাজিত ২৬ রান যোগ করেন। চার উইকেটের বিনিময়ে ১১৬ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?