আমদাবাদ: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল আয়ুশ মাথরেরে দল। সেমিফাইনালে তাঁরা হারিয়ে দিলেন শ্রীলঙ্কা শিবিরতে। ৮ উইকেটে জয় পেল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচ ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের হয়েছিল এদিন। প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা বোর্ডে তোলে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। ম্যাচের সেরা নির্বাচিত হন অর্ধশতরান হাঁকানো বিহান মালহোত্রা, অ্য়ারন জর্জ। 

Continues below advertisement

শ্রীলঙ্কার হয়ে এদিন সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন চামিকা হিনাতিগলা। এছাড়া লঙ্কা ক্যাপ্টেন বিমথ দিনসারা ৩২ ও সেথমিকা সেনেবিরত্নে ৩০ রান করেন। আর কেউই তেমন রান করতে পারেননি। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন হেনিল প্যাটেল এবং কনিষ্ক চৌহান। এছাড়া কিষান কুমার সিং, দীপেশ দেবেন্দ্রন এবং খিলান প্যাটেল একটি করে উইকেট নেন। 

রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু একেবারেই ভাল হয়নি ভারতের জন্য়। ক্যাপ্টেন আয়ুশ মাহতরে ৭ রান করে ফিরে যান। বিস্ময় বালক সূর্যবংশীও রান পাননি। ৯ রানে ফেরে সে। ২৫ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। অ্যারন জর্জ এবং বিহান মলহোত্রা এরপর দলের হাল ধরেন।অ্যারন ৪৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন চারটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে। অন্যদিকে, বিহান ৪৫ বলে ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ১৮ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত।

Continues below advertisement

 

 

এধিকে, এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। এদিন শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্যলিন্ডের এক ওভারে ২৭ রান খরচ করেন। সেই ওভারে হার্দিকের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও দুটো বাউন্ডারউল্টোদিকে তিলক এই ফর্ম্য়াটে যে রান মেশিন হয়ে উঠেছেন জাতীয় দলের জার্সিতে, তা আরও একবার প্রমাণ করলেন। আরও একটি অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। ৪২ বলে ৭৩ রান করে ফিরলেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৩২ রান বোর্ডে তুলে নেয় ভারত।