নয়াদিল্লি: তাঁর সঙ্গে ঋষভ পন্থের (Rishabh Pant) সম্পর্ক নিয়ে একটা সময় প্রবল জল্পনা ছড়িয়েছিল। পন্থের জন্য তিনি অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন, এমন গুঞ্জন নিয়েও চর্চা হয়েছিল। যদিও পন্থ বরাবরই ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে জড়িয়ে থাকা গুঞ্জনকে উপেক্ষা করেছেন।


চলতি বর্ডার-গাওস্কর সিরিজে পারথে ভারতের জয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ঊর্বশী। যা নিয়ে ফের সোশ্যাল মিডিয়া সরগরম। যদিও নেটিজেনদের একটা বড় অংশ বেশ বিরক্ত। উর্বশীকে পন্থের থেকে দূরে থাকার আর্জিও জানিয়েছেন অনেকে।


পারথে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজ়িল্যান্ডের কাছে ৩-০ ফলে হারের পর অজিভূমেও প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। যদিও পারথ টেস্টে নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় ভারত। ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচে বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়েও গিয়েছে টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরার আগুনে বোলিং, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির ঝকঝকে সেঞ্চুরি ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। ৫৩৪ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৮ রানে অল আউট হয়ে যায়। বুমরার পাশাপাশি বল হাতে দাপট দেখান মহম্মদ সিরাজও।