নয়াদিল্লি: টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর স্পিন ভেল্কি সামলাতে গিয়ে নাজেহাল হয়েছে ইংল্যান্ড। ম্যান অফ দ্য সিরিজও হন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। আজ সকালেই ভারতীয় অনুশীলনেও তাঁকে দেখা গিয়েছিল। সেই দেখেই অনেকে মনে করেছিলেন তিনি হয়তো ওয়ান ডে দলেও (IND VS ENG) সুযোগ পেতে চলেছেন। দিন শেষ হওয়ার আগেই সরকারি ঘোষণাও চলে এল। 

ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল 'মিস্ট্রি স্পিনার' হিসাবে পরিচিত বরুণ চক্রবর্তীকে ভারতীয় ওয়ান ডে দল সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'পুরুষ দলের নির্বাচকমণ্ডলী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করেছে। বরুণ ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় দলে যোগ দিয়েছেন।'

 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা। 

বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ়ে মোট ১৪টি উইকেট নিয়েছেন। একটি ম্যাচে পাঁচ উইকেটও নেন তিনি। এই পারফরম্যান্সের পরেই তাঁকে ওয়ান ডে দলে ডেকে নেওয়া হল।। ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ২৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। এ বছরে বিজয় হাজারেতে নিজের শেষ ম্য়াচেও রাজস্থানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এর আগে আন্তর্জাতিক ওয়ান ডে খেলার অভিজ্ঞতা নেই তাঁর। নাগপুরে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে আশা করাই যায়।

শুধু ইংল্যান্ড সিরিজ় নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণকে দলে নেওয়ার পক্ষেই কিন্তু সওয়াল করেছেন আর অশ্বিনও। তিনি বলেন, 'আমাদের সবারই মনে হচ্ছে ওর ওখানে (চ্যাম্পিয়ন্স ট্রফি) থাকা উচিত ছিল কি না, আমার মনে হয় ওর এখনও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে ও দলে ডাক পাবে। এমনটা বলছি কারণ সব দলই তো কেবল প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করেছে। তাই ওর এরপরেও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।'  ইংল্যান্ড সিরিজ়ে তো তিনি ডাক পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বরুণ সুযোগ পান কি না, এবার সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ভারতীয় অনুশীলনের ফাঁকে ক্যামেরায় ধরা পড়ল কোহলির অ্যাবস, ভাইরাল হল ছবি