মুম্বই: নিজের কেরিয়ারের বারোটা বাজিয়েছেন নিজেই। বিশৃঙ্খল জীবনযাপন। বিতর্কের পর বিতর্ক। শিরোনামে উঠে এসেছেন বারবার, কিন্তু তা একেবারেই মাঠের পারফরম্য়ান্সের জন্য নয়। সচিন তেন্ডুলকরের অভিন্নহৃদয় বন্ধু ছিলেন। একসঙ্গে ২২ গজে পথ চলা শুরু করেছিলেন। সচিন একদিকে কিংবদন্তি এখন বিশ্ব ক্রিকেটের। অন্য়দিকে কাম্বলির অবস্থা এতটাই শোচনীয় যে নিজের কেনা ফ্ল্যাটের লোনশোধ করতেও হিমশিম খাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এমনকী ঠিকঠাক মেইনটেনেন্সও নাকি দিতে পারছেন না তিনি।
কিছুদিন আগেই সচিন ও কাম্বলির ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাম্বলি। ছিলেন সচিনও। সেখানেই বেশ অসংলগ্ন কথাবার্তা ধরা পড়েছিল ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটারের। স্টেজে ঠিকমত দাঁড়াতেই পারছিলেন না কাম্বলি। যেই ভিডিও ক্লিপ মুহূর্তে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে এই অবস্থায় দেখে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কিংবদন্তি কপিল দেব থেকে শুরু করে কিংবদন্তি সুনীল গাওস্কর সবাই পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। তবে এরই মধ্য়ে আরও একটি খবর শিরোনামে উঠে এসেছে।
কাম্বলির অ্য়াপার্টমেন্টটি জুয়েল কো-অপারেটিভ সোসাইটির অন্তর্গত। ২০০৭ সালে ১০ জন মুম্বই ক্রিকোর ও একজন কবাডি প্লেয়ার মিলে এই অ্য়াপার্টমেন্টটি নিয়েছিলেন। ২০১০ সালে কাম্বলি ও অন্যান্যরা সেই অ্য়াপার্টমেন্টে এসেছিলেন। আজ থেকে তিন চার বছর আগেও কাম্বলি ১২-১৩ কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু বর্তমানে বোর্ডের থেকে পাওয়া ৩০ হাজার টাকা পেনশন ছাড়া আর কিছুই সম্বল নেই প্রাক্তন ক্রিকেটারের।
জুয়ের অ্য়াপার্টমেন্টের ফ্ল্যাটে কাম্বলি ছাড়াও আছেন অজিত আগরকর, অজিঙ্ক রাহানের মত তারকা ক্রিকেটাররা। সূত্রের খবর, কাম্বলি নাকি সোস্যাইটির মেইনটেনেন্সের টাকাও মেটাতে পারেননি। ২ কোটি টাকা মূল্যে সেই সময় ফ্ল্যাটটি কিনেছিলেন কাম্বলি। যার জন্য ব্য়াঙ্ক থেকে ৫৫ লক্ষ টাকা লোনও নিয়েছিলেন। কিন্তু সেই লোনও শোধ করতে পারেননি এই প্রাক্তন ক্রিকেটার। গত কয়েক বছর স্ত্রী-কে মারধর, মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরা এমন অনেক বিতর্কে নাম জড়িয়েছেন সচিনের প্রাণের বন্ধুর।
২০১৩ সালে কাম্বলির নামে অভিযোগ দায়ের করা হয়েছিল যে তিনি মেইনটেনেন্সের টাকা শোধ করেননি। যার পরিমাণ সেই সময় ছিল ১০ লক্ষ টাকার বেশি। যদিও নিজের ২ সন্তান ও স্ত্রী-কে নিয়ে এখনও সেই ফ্ল্য়াটেই থাকেন কাম্বলি। তবে আর কতদিন এভাবে চালিয়ে যাবেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।