মুম্বই: কিইয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭০ রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে। রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। যদিও ভারতকে প্রথম টেস্টে জেতাতে পারেননি। তবে বিরাট কোহলি (Virat Kohli) প্রথম টেস্টের পরই উধাও হয়ে গেলেন। স্ত্রী অনুষ্কাকে (Anushka Sharma) নিয়ে চলে গেলেন বিশেষ এক স্থানে। কিন্তু টেস্ট সিরিজের মাঝে কোথায় গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক? 


ক্রিকেট কেরিয়ারের ব্যস্ততার ফাঁকেও নিজের পরিবারকে নিয়ে বরাবর সচেতন বিরাট। অনুষ্কার সঙ্গে ও বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। বেঙ্গালুরু টেস্টের পর দল ছেড়ে আচমকাই বেরিয়ে গিয়েছিলেন কোহলি। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল হঠাৎ কোথায় চললেন কিং কোহলি? ছবিটা অবশ্য সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটা ক্লিপিংস থেকেই বোঝা গেল। রবিবার রাতে কীর্তনের আসরে দেখা গেল বিরুষ্কাকে। কৃষ্ণ দাসের ভক্ত বিরুষ্কা। এর আগেও তাঁর নানা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দুই তারকাকে। লন্ডনেও তাদের দেখা গিয়েছে কৃষ্ণ দাসের কীর্তনের আসরে। রবিবার মুম্বইয়ে কৃষ্ণ দাসের শো-তে আচমকাই উপস্থিত হয়ে গিয়েছিলেন তারকা দম্পতি। ভিডিও মুহূর্তেই সোশ্য়াল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।


আগামী ২৪ অক্টোবর থেকে শুরু পুণেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ভারত। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও বেঙ্গালুরুতে হারের ফলে জয়ের শতকরা শতাংশ নীচে নেমে গিয়েছে রোহিতদের। লর্ডসে ফাইনালের টিকিট পেতে হলে আগামী ম্য়াচগুলোতে জয় ছাড়া অন্য কিছুই ভাবা চলবে না।


 






বেঙ্গালুরু টেস্টের পর এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্য়াচে খেলতে নেমে ৮ ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া। ৩টি হার ও ১ ম্য়াচ ড্র করেছে তারা। রোহিতরা এই মুহূর্তে ৬৮.০৬ শতাংশ জয় নিয়ে ১ নম্বরে রয়েছে। এই ম্য়াচের আগে যা ছিল ৭৪.২৪ শতাংশ। তা নীচে নেমে গিয়েছে। মোট ৯৮ পয়েন্ট ঝুলিতে রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারাও ১২ ম্য়াচে মোট ৮টি জয় ছিনিয়ে নিয়েছে। তাদের জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও বেঙ্গালুরুতে জিতে চতুর্থ স্থানে নিউজিল্য়ান্ড। কিউয়িরা এই ম্য়াচের আগে ছয় নম্বরে ছিল তালিকায়, তারা চারে উঠে এসেছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৯ ম্য়াচে খেলতে নেমে পাঁচ ম্য়াচে হার ও চার ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।