নয়াদিল্লি: তাঁদের সমর্থকদের মধ্যে কে সেরা, সেই নিয়ে প্রায়সই তর্ক-বিতর্ক চলে। কিন্তু দুই পড়শি দেশের দুই মহাতারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজমের (Babar Azam) মধ্যেকার সম্পর্ক কিন্তু বেশ মিষ্টিমধুর। এর আগে বিরাটের খারাপ সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বাবর। তাঁর ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছিলেন তিনি। এবার বাবর আজমকে তিন ফর্ম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার বলে দাবি করলেন কোহলি।


প্রথম সাক্ষাৎকার


কোহলি অতীতের স্মৃতিচারণা করে জানান ইমাদ ওয়াসিমের মধ্যস্থতায় ২০১৯ সালে তাঁর ও বাবরের প্রথম কথোপকথন হয়। বাবরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, '২০১৯ সালের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ম্যাচের পর ওর (বাবর) সঙ্গে আমার প্রথমবার কথা হয়। আমি ইমাদকে (ওয়াসিম) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় থেকে চিনি। ও এসে আমায় বলে যে বাবর আমার সঙ্গে কথা বলতে আগ্রহী। আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলি।'


সেরা ব্যাটার


এরপরেই কোহলি ব্যাটার বাবর আজমের প্রশংসা করার পাশাপাশি মানুষ বাবরেরও প্রশংসা করেন।  তিনি স্পষ্ট জানান যে ক্রিকেটার বাবর উত্তর উত্তর উন্নতি করলেও, তাঁর ব্যবহারে কিন্তু কোনওরকম বদল ঘটেনি। পাশাপাশি পাক অধিনায়কের ব্যাটিং যে তিনি উপভোগ করেন, তাও যাতে দ্বিধা করেননি কোহলি। 'প্রথম দিন থেকেই ও আমাকে ভীষণই শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে। বর্তমান বিশ্বে তিন ফর্ম্যাট মিলিয়ে ও বর্তমানে সম্ভবত সেরা ব্যাটার হলেও, সময়ের সঙ্গে এই বিষয়টা এতটুকুও বদলায়নি। ও ধারাবাহিকভাবে পারফর্ম করেই চলেছে এবং আমিও ওর ব্যাটিং খুবই উপভোগ করি।' বলেন কোহলি


বিগত কয়েক বছর ধরে দুই দেশের একে অপরের মুখোমুখি হলে, বরাবরই এই দুই মহাতারকার মধ্যে কে বেশি নজর কাড়বেন, সেই নিয়ে চর্চার অন্ত থাকে না। বিশ্বকাপে ভারত পাকিস্তান ১৪ অক্টোবর তো মুখোমুখি হবেই, তবে তার আগে সেপ্টেম্বর মাসে বসবে এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্টেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে। ২ সেপ্টেম্বর আয়োজিত এই ম্যাচে ফের একবার বাবর ও কোহলিই উপরেই যে লাইমলাইট থাকতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন:  যশস্বী-শুবমানের দুরন্ত ব্যাটিং, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত