নয়াদিল্লি: রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। এক দশকেরও অধিক সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি খেতাব ঘরে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতীয় দলের বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। তিন ম্যাচের তিনটিই জিতে ভারতীয় দল। সুপার এইটে নিজেদের জায়গাও পাকা করে নিয়েছে। তবে টিম ইন্ডিয়ার উদ্বেগের বড় কারণ দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) অফফর্ম।
আইপিএলে ওপেন করেই টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক হয়েছিলেন কোহলি। ৭০০-র অধিক রান ছিল তাঁর ঝুলিতে। তারপরেই ভারতীয় ম্যানেজমেন্টের তরফে তাঁকে এবং রোহিতকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই পরীক্ষা যে এখনও সফল হয়নি তা বলাই বাহুল্য। আয়ার্ল্য়ান্ড, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র, কারুর বিরুদ্ধেই রান পাননি বিরাট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ যথাক্রমে ১,৪ ও ০ রান। এই প্রথমবার আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে কোহলি নাগাড়ে চার ইনিংসে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন। অনেকেই কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar) যে সে তালিকায় পড়েন না, তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
গাওস্করের মতে কোহলির প্রয়োজন শুধু ধৈর্য্য ধরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, 'যে কোনও খেলোয়াড়ের জন্যই সবথেকে বড় কৃতিত্ব হল দেশের হয়ে ম্যাচ জেতানো। ও তো ভারতের হয়ে এত বছর ধরে ভাল খেলেছে, এত ম্যাচ জিতিয়েছে। আমার মতে ও নিজেও জানে সেটা। আমরা তো সবে টুর্নামেন্টের শুরুর দিকে রয়েছি। সুপার এইট, সেমিফাইনাল, ফাইনাল তো রয়েছে। ওর খালি নিজের ওপর আস্থা রাখা এবং ধৈর্য্য ধরার প্রয়োজন। আর ওর মধ্যে সেটা প্রচুর পরিমাণে রয়েছে বলেই বিশ্বাস আমার।'
তিনি আরও যোগ করেন, 'তিন ম্যাচে বড় রান না পাওয়ার অর্থ কিন্তু খারাপ খেলা নয়। অনেক সময় দুরন্ত কয়েকট বলে আউট হয়ে যায় অনেকেই। অন্যান্য দিন সেই বলগুলিই হয়তো স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি পার হবে। তাই উদ্বেগের কোনও কারণ নেই। আমাদের ওর ওপর ভরসা রাখা উচিত। আমি নিশ্চিত ও খুব শীঘ্রই ফর্মে ফিরবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দীর্ঘদিনের চোট সারাতে অবশেষে বাধ্য হয়েই অস্ত্রোপ্রচার সারলেন শার্দুল ঠাকুর