নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে আটবার তিনি একই ফাঁদে পা দিয়েছেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করে বারবার খোঁচা দিয়ে উইকেটের পিছনে ধরা পড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বারবার প্রশ্নের মুখে পড়েছে তাঁর টেকনিক।
এবার সেই রোগ সারাতে ঘরোয়া ক্রিকেটে নামছেন কোহলি। আর নামছেন নতুন অস্ত্র নিয়ে ।
জোড়া ব্যাট নিয়ে মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্র্যাক্টিস করেছেন কোহলি। স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করার সময় ভারি ব্যাট। আর পেসারদের সামলানোর জন্য হাল্কা ব্যাট।
সাধারণত ভারি ব্যাট নিয়েই খেলেন কোহলি। তবে অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে বারবার অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে স্লিপ কর্ডনে খোঁচা দিয়ে আউট হয়েছেন। তারপর থেকেই তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে আরও জোরালভাবে।
সেই রোগ সারাতে তৎপর কোহলি (Ranji Trophy)। মঙ্গলবার তিনি দিল্লির নেটে পুরোদমে অনুশীলন করলেন। তাঁকে দেখার জন্য এদিন সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় ছিল চোখে পড়ার মতো। যা দেখে নিরাপত্তারক্ষীরাও বলাবলি করেছেন যে, এরপর থেকে পুলিশকর্মীর সংখ্যা বাড়াতে না হয়। হাজির হয়ে গিয়েছিলেন সাংবাদিকরাও। রঞ্জি ট্রফির আগে যা দিল্লিতে বেশ বিরল ছবি।
কালো পোর্শে গাড়ি চালিয়ে প্র্যাক্টিসে হাজির হন কোহলি। প্রথমে তিনি দিল্লি দলের সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেন। ওয়ার্ম আপের পর তিনি মাঝ পিচে থ্রো ডাউন নেওয়া শুরু করেন। দেখা যায়, কোহলি বেশ হাল্কা ব্যাট নিয়ে থ্রো ডাউন নিচ্ছেন। পরে পেসারদের খেলার সময়ও সেই ব্যাটই ব্যবহার করেন কিংগ কোহলি। নভদীপ সাইনিদের বিরুদ্ধে হাল্কা ব্যাটে বেশ সাবলীল দেখিয়েছে কোহলিকে। বারবার ব্যাকফুটে খেলতে দেখা যায় তাঁকে। যদিও কয়েকবার পরাস্তও হন তিনি।
মাঝে স্পিনারদের বলে ব্যাট করার সময় দেখা যায়, পুরনো ভারি ব্যাটেই খেলছেন। দিল্লির নেটে স্পিনারদের বলে কয়েকবারক পরাস্ত হলেও, বেশ কিছু আগ্রাসী শট খেলেছেন তিনি। দিল্লির কোচ শরণদীপ সিংহকে দেখা যায় কোহলির স্টান্স বদলে দিতে। তাতে ব্যাটের মাঝখান দিয়ে পেসারদের বলে খেলেন তিনি। যা দেখে প্রশংসা করেন দিল্লির কোচও।
প্র্যাক্টিসের শেষে দিল্লি দলে পুরনো সতীর্থ সয়েজ খান ও তাঁর আট বছরের পুত্রের সঙ্গেও সময় কাটান কোহলি। খুদেকে দেন ভাল খেলার টিপস। সব মিলিয়ে রেলওয়েজ ম্যাচের আগে দিল্লির অনুশীলন হয়ে রইল কোহলি-ময়।