নয়াদিল্লি: ব্যাটে একদমই রান নেই। তাঁর দিকে ধেয়ে আসছে প্রবল সমালোচনা। বিরাট কোহলি (Virat Kohli) যে অফফর্মে, তা বুঝতে কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ছয় ইনিংসে ঘরের মাঠে মাত্র ৯৩ রান করেছেন বিরাট। বিগত পাঁচ বছরে সেঞ্চুরির সংখ্যা মাত্র দুই। ঘরেরর মাঠে কিউয়িদের বিরুদ্ধে বারংবার স্পিন সামলাতে নাজেহাল হতে হয় তাঁকে। ভারতীয় দলে (Indian Cricket Team) তাঁর জায়গাও টলমল বলে মনে করছেন অনেকে। বর্ডার-গাওস্কর ট্রফিই (Border-Gavaskar Trophy) বিরাটের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ বলেও ধরা হচ্ছে। তিনি কি পারবেন আবারও সমালোচকদের মুখ বন্ধ করতে?
কোথাও কোথাও শোনা যাচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফিতে রান না পেলে কোহলি বাদও পড়তে পারেন। অতীত পরিসংখ্যান কিন্তু কোহলি অনুরাগীদের মনে আশাই জাগাবে। এমন রানের খরার মধ্যে দিয়ে কিন্তু এর আগেও গিয়েছেন বিরাট। ঘটনাক্রমে, দুইবার বর্ডার-গাওস্কর ট্রফির আগেই খারাপ ফর্মে ছিলেন কোহলি। তবে দুরন্তভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে ওঠে তাঁর ব্যাট।
২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরের কথাই ধরা যাক। কোহলির ব্যাটে তখনও রানের খরা। বয়স কম, উপরন্তু তবে অজ়িভূমে যেখানে লক্ষ্মণ, সচিন, দ্রাবিড়রা রান করতে পারছিলেন না, সেখানে তাঁর সামনে চ্যালেঞ্জটাও যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য। তবে সেইবার ২৩ বছরের কোহলি ৩০০-র অধিক রান। অ্যাডিলেডে সেঞ্চুরি করে তাঁর গর্জন সবার মনে আছে। বিশ্বক্রিকেট প্রমাণ পায় বিরাট আর পাঁচটা সাধারণ ব্যাটারের থেকে ভিন্ন।
ঠিক তিন বছর পরও ছবিটা একই ছিল। ফের এক বর্ডার-গাওস্কর ট্রফি জ্বলে উঠেন কোহলি। চার টেস্টে ৬৯২ রান করেন তিনি। হাঁকান চারটি সেঞ্চুরি। তবে এর ঠিক আগে ইংল্যান্ড সফরে কোহলি রানই পাচ্ছিলেন না। ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। বিলেতে পাঁচ টেস্টে এই ছিল তাঁর রান। ১০ ইনিংসে তাঁর গড় ১৩.৫০। স্যুইং সামলাতে হিমশিম অবস্থা তাঁর। তবে ঠিক তারপরেই সেই স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে।
হালে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোহলির অফফর্মের কথাও কেউই ভুলবেন না। অধিনায়কত্ব ছাড়েন, সেঞ্চুরি নেই। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়ে ক্রিকেট থেকে মাসখানেকের বিরতি নেন 'কিং কোহলি'। তারপরেই চনমনে হয়ে এশিয়া কাপে নেমেই জ্বলে উঠেন। আফগানিস্তানের বিরুদ্ধে হাঁকান কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি।
গত বছরও কোহলি তিন বছর পর টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকান। ১৮৬ রানের ইনিংস খেলেন তিনি। সেটাও কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফের একবার অজ়িদের বিরুদ্ধে কামব্যাক করতে পারবেন 'কিং কোহলি?' ভারতীয় দলের সমর্থকরা কিন্তু সকলেই সেই আশাতেই রয়েছেন।
আরও পড়ুন: বিরাটের জন্মদিনে ছেলে ও মেয়েকে কোলে নিয়ে কোহলির বিশেষ ছবি পোস্ট অনুষ্কার