মুম্বই: কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে। তবে সবচেয়ে বড় পরীক্ষা ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য অপেক্ষা করছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই পাঁচটি ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হারের পর তাই অস্ট্রেলিয়া সফর নিয়ে বাড়তি সতর্ক বিরাট কোহলি। রান আসছে না ব্যাটে। চলতি টেস্ট সিরিজে একটি মাত্র অর্ধশতরান। খুব ভাল করেই জানেন বর্ডার -গাওস্কর ট্রফিতে তাঁর দিকে তাকিয়ে থাকবে গোটা দল।
শেষ ২ বার টানা বর্ডার -গাওস্কর ট্রফি জিতেছে ভারত। ২০১৮-১৯ মরশুম ও ২০২০-২১ মরশুমে। এখনও পর্যন্ত এই ট্রফি ভারত মোট ১০ বার জিতেচে। অন্যদিকে অজিরা পাঁচবার জিতেছে। বিরাট বলছেন, ''আমি বিশ্বাস করি মানসিকভাবে ওঁরা অনেক বেশি প্রতিযোগী মনোভাব নিয়ে মাঠে নামে। দলের ১১ জন খেলােয়াড় জানে যে ওঁদের কখন কী করতে হবে। ওঁদের এই আক্রমণাত্মক মনোভাব দেখেই আমি আরও উদ্বুদ্ধ হয়ে যাই। বর্ডার-গাওস্কর ট্রফি জিততে হলে আমাদের আরও নিঁখুত ক্রিকেট খেলতে হবে।''
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফি ২০২০-২১ মরশুমে ভারতের জয়ের কারিগর অনেকেই পন্থকে মনে করলেও প্রাক্তন অজি ক্রিকেটার টিম পেন তেমনটা মনে করেন না। সেই সিরিজে ঋষভ পন্থের পারফরম্য়ান্স সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। তবে সেই সিরিজে অস্ট্রেলিয়া দলের সদস্য ও প্রাক্তন অজি অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার টিম পেন মনে করেন সেই সিরিজে ভারতের সাফল্যের নেপথ্যে ছিলেন অন্য কেউ। আর সেই ব্যক্তিটি হলেন চেতেশ্বর পূজারা। পেইন বলছেন, ''আমার যতটুকু ওই সিরিজের কথা মনে পড়ে, তাতে একটাই কথা বলব সবাই পন্থের কথা বলে থাকে। কিন্তু আমি বলব অন্য একজনের কথা চেতেশ্বর পূজারা। ওঁর জন্যই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল। ভারতের সিরিজ জয়ের পেছনে পূজারার অবদান ছিল বিশাল। ওঁ আমাদের ফাস্ট বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল গোটা সিরিজে। নিজের শরীরে একাধিক আঘাত খেয়েছিল।''
উল্লেখ্য, ব্রিসবেনে ৩২৮ রান করতে নেমেছিল ভারত। শেষ দিনে পন্থের অপরাজিত ৮৯ রানের সৌজন্যে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। সবচেয়ে বড় কথা সেই সিরিজে বিরাট কোহলি প্রথম টেস্টের পর ব্যক্তিগত কারণে বাকি ম্য়াচগুলো থেকে সরে দাঁড়িয়েছিলেন। এছাড়াও পরের টেস্টগুলোতে বিভিন্ন সময়ে চোটের জন্য ছিলেন না শামি, সিরাজ, অশ্বিন ও জাডেজা।