নয়াদিল্লি: বিতর্কিত পরিস্থিতিতে ভারতীয় দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ওয়ান ডে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। কোহলির অধিনায়ক থাকাকালীন ভারতীয় দল (Indian Cricket Team) একাধিক আইসিসি টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও খেতাব জিততে ব্যর্থ হন। এই নিয়ে অবশেষে এবার মুখ খুললেন বিরাট কোহলি।


ব্যর্থ অধিনায়ক


সম্প্রতি আরসিবির এক পডকাস্টে কোহলি বলেন তিনি আইসিসি টুর্নামেন্ট জিততে না পারায় সকলেই তাঁকে 'ব্যর্থ অধিনায়ক'র তকমা দেন। কোহলি বলেন, 'সকলে টুর্নামেন্ট জিততেই মাঠে নামেন। আমি ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফি (ফাইনাল), ২০১৯ বিশ্বকাপে (সেমিফাইনাল) দলকে নেতৃত্ব দিই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ফাইনাল) ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (সেমিফাইনালে উঠতে ব্যর্থ) আমিই অধিনায়ক ছিলাম। তিনটি (আদপে চারটি) আইসিসি টুর্নামেন্টের পর লোকে আমায় ব্যর্থ অধিনায়কের তকমা দিয়ে দেয়।'


তবে লোকে তাঁকে ব্যর্থ অধিনায়কের তকমা দিলেও, কোহলি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু নিজেকে ব্যর্থ মনে করেন না, বরং দলের অন্দরের সংস্কৃতি বদল করতে পারায় কোহলি গর্বিতই। 'আমি কখনও নিজের সাফল্যকে এইভাবে পরিমাপ করি না। আমরা দলগতভাবে যেটুকু যা অর্জন করেছি, দলের সংস্কৃতি যতটা বদল করতে পেরেছি, তা আমার জন্য গর্বের বিষয়। একটা টুর্নামেন্ট তো কিছু সময় পর পরই আয়োজিত হয়। তবে দলের সংস্কৃতি, আচরণ বদলানোর জন্য দীর্ঘদিন সময় ও ধারাবাহিকতা লাগে। আমি তো খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জিতেছি. চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি টানা পাঁচটি টেস্ট জয়ী দলের সদস্য ছিলাম। এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে তো বলব অনেকেই কোনোদিন বিশ্বকাপও জেতেনি।' বলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।


প্রথমবারেই বিশ্বজয়


২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। সেই দলের অংশ হতে পারায় নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেন বিরাট। তিনি বলেন, '২০১১ সালে সৌভাগ্যবান হিসাবে দলে সুযোগ পেয়েছিলাম। সচিন তেন্ডুলকরের এটি ষষ্ঠ বিশ্বকাপ ছিল এবং তিনি অবশেষে এই বিশ্বকাপই জিততে পেরেছিলেন। প্রথম বিশ্বকাপে মাঠে নেমেই আমি খেতাব জিততে সক্ষম হই। সত্যি বলতে আমি সব ট্রফি জিততে না পারায় কিন্তু একেবারেই হাহুতাশ করি না।' প্রসঙ্গত, বিরাট কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০৬টি টেস্ট, ২৭১টি ওয়ান ডে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৫ হাজারের অধিক আন্তর্জাতিক রান করে ফেলেছেন। 


আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বাংলার পেসার, সেরে নিচ্ছেন বাগদান