সিডনি: মাঠে যাঁর সঙ্গে দ্বন্দ্ব। যাঁর সঙ্গে গোটা ভারতীয় দলের বিবাদ মাঠের ভেতরে ধরা পড়েছে মেলবোর্নে, এবার সেই স্য়াম কনসটাসের (Sam Konstas) ভাই বিলি কনসটাসের সঙ্গে ছবি তুললেন বিরাট কোহলি (Virat Kohli)। বক্সিং ডে টেস্ট চলাকালিন মাঠে স্যাম কনসটাসের সঙ্গে অনেকবারই কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন বিরাট। এমনকী বিরাট নকল করে তাঁকে খোঁচাও মেরেছিলেন স্যাম। যদিও পরে ১৯ বছরের তরুণ অজি তারকাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''এই ধরণের বিষয় ক্রিকেটের মাঠে হয়েই থাকে।'' যথেষ্ট পরিণতবোধের পরিচয় দিয়েছিলেন কনসটাস।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সিডনিতে এক অনুষ্ঠানে গিয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া দুদলই। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-দের সঙ্গে উপস্থিত ছিলেন অজি দলের তারকাদের পরিজন, আত্মীয়রাও। সেখানেই স্যাম কনসটাসের ভাইয়ের সঙ্গে ছবি তুললেন কোহলি। উল্লেখ্য, প্রাক্তন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্য়াকগ্রা ফাউন্ডেশনের সঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অজি প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। সেখানে দু দলের ক্রিকেটারদের একসঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেল। 






হেডের বিতর্কিত সেলিব্রেশন, শাস্তি চাইছেন সিধু


মেলবোর্নে শেষদিনে ঋষভ পন্থকে আউট করে ট্র্যাভিস হেড এক আজবভাবে সেলিব্রেশন করেন। তিনি এক হাত গোল করে আরেক হাতের আঙুল দিয়ে এক সেলিব্রেশন করেন, যা ধারাভাষ্যকার ও সমর্থক, সকলকেই বিস্মিত করে দেয়। যদি হেডের সেলিব্রেশন বরফে আঙুল চুবানোকেই ইঙ্গিত করেছিল বলে জানান অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স। তবে তাতে বিতর্ক থামছে না। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন নভজ্যোৎ সিংহ সিধু।


প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি হেডের ওই ইঙ্গিত ১৫০ কোটি ভারতবাসীকে অপমান করেছে। সিধু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মেলবোর্ন টেস্টে ট্র্যাভিস হেডের আজব আচরণ জেন্টলম্যানসের খেলার জন্য একেবারেই ভাল উদাহরণ নয়। বাচ্চা, মহিলা, অল্পবয়সীরা যেখানে এই খেলা দেখছে, সেখানে এর থেকে খারাপ আচরণের উদাহরণ আর হতে পারে না। এটা শুধু কোনও ব্যক্তি নয়, ১৫০ কোটির গোটা দেশটাকে অপমান করেছে। এই ঘটনার জন্য ওকে এমন কড়া শাস্তি দেওয়ার প্রয়োজন যা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।'