নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেট। তাও আবার সেই ম্য়াচে খেলছেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট সুপারস্টার। বিরাট কোহলি দিল্লির হয়ে রঞ্জি ম্য়াচ খেলবেন অরুণ জেটলি স্টেডিয়ামে। তাঁকে দেখার এমন সুযোগ আবার ছাড়া যায় না কি। তাই দিল্লি-রেলওয়েজ ম্য়াচে দেখতে মাঠ ভরিয়েছেন হাজার হাজার দর্শক। কিন্তু মাঠে ঢোকার মুখেই এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল সেখানকার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ বাহিনীকে। ২ দিন আগেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট ঢোকার মুখেই তাঁকে দেখতে হুড়োহুড়ি লেগে যায়। অনেকেই দৌড়াদৌড়িতে মাটিতে পড়ে যান। প্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। কয়েক জন আহত হলেও বড় কোনও অঘটন ঘটেনি। 

দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ''অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ফোন এসেছিল, সেখানে নাকি পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধুমাত্র একটি গেটই দর্শকদের ঢোকার জন্য খুলে রেখেছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশন। সেই পরিস্থিতি সামাল দিতে পরে তড়িঘড়ি অন্য গেটগুলোও খুলে দেওয়া হয়। পরিস্থিতি অবশ্য দ্রুত সামাল দেওয়া গিয়েছে।'' কোহলির আইপিএল দল আরসিবির সোশ্য়াল মিডিয়াতেও ভিড়ের একটি ক্লিপ পোস্ট করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরের থেকে।

 

বিরাট ২০১২ সালে শেষবার রঞ্জি ম্য়াচ খেলেছিলেন। দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব অশোক কুমার শর্মা ম্যাচের প্রথম দিন মাঠে প্রায় ১০ হাজার দর্শক হতে পারে বলে আশা করছিলেন। গৌতম গম্ভীর স্ট্যান্ডও দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ দেখতে কোনও প্রবেশমূল্য লাগবে না। আধার কার্ড আনলেই মিলবে ম্যাচ দেখার সুযোগ। তবে এত গেল মাঠে বসে খেলা দেখার বিষয়। যারা মাঠে যেতে পারবেন না, তাঁরা কীভাবে এই খেলা দেখবেন? তবে যা ভিড় হল, তাতে সব পরিকল্পনাই বদলাতে হল। প্রাথমিকভাবে কোটলার ১৬ ও ১৭ নম্বর গেট খুলে রাখার কথা ছিল। কিন্তু দর্শকসংখ্যা এতটাই বেড়ে যায় যে তা বাধ্য হয়েই ডিডিসিএ-কে ১৮ নম্বর গেটও খুলে দিতে হয়।