পোর্ট অফ স্পেন: বিরাট কোহলির (Virat Kohli) ৫০০তম ম্যাচে ২৯তম শতরান ও রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), আর অশ্বিন, যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (India vs West Indies 2nd Test) প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলল ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জমেল ওয়ারিকান এবং কিমার রোচ তিনটি করে উইকেটে নেন। 


ভারতীয় দলের হয়ে দ্বিতীয় দিনের শুরুটা করেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। সকলেই বিরাটের শতরানে প্রত্যাশায় ছিলেন। সেইমতোই সকলের আশাপূরণ করেন তিনি। পাঁচ বছর পর লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন কোহলি। নিজের কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান হাঁকিয়ে জন ব্র্যাডম্যানের টেস্ট শতরানের রেকর্ডকে স্পর্শ করলেন তিনি। বেশ ভাল ছন্দেই ব্যাট করছিলেন বিরাট। তবে দুর্ভাগ্যবশত রান আউট হয়েই ১২১ রানে তাঁর ইনিংস সমাপ্ত হয়। 


জাডেজাও ৬১ রানের বেশি করতে পারেননি। কেমার রোচের বলে হালকা খোঁচা দিয়ে আউট হন তিনি। প্রথমে তাঁকে আম্পায়ার নট আউট দিলেও, ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্ত বদল করা হয়। ঈশান কিষাণ আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন বটে। তবে তিনিও ২৫ রানে সাজঘরে ফেরেন। তবে আর অশ্বিন নিজের ব্যাটিং বিক্রম অব্যাহত রাখেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অতীতে একাধিক শতরান হাঁকিয়েছেন তিনি। এই ম্যাচেও ফের একবার তিনি ব্যাট হাতে জ্বলে উঠেন। জয়দেব উনাদকাটকে সঙ্গে নিয়ে ভারতকে চারশো রানের গণ্ডি পার করান অশ্বিনই।


উনাদকাট বড় শট মারতে গিয়ে সাত রানে সাজঘরে ফেরেন। মহম্মদ সিরাজ খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। জমেল ওয়ারিকান তাঁকে শূন্য রানে আউট করেন। অপরপ্রান্তে পরপর উইকেট পড়তে দেখে অশ্বিন আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন। তিনি নিজের কেরিয়ারের ১৪তম অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন। তবে শেষমেশ কিমার রোচের বলে বড় শট মারতে গিয়েই ৫৬ রানে আউট হন তিনি।


এর আগে প্রথম দিনে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করেন। দুই ওপেনার ১৩৯ রান যোগ করেন। রোহিত ও যশস্বী উভয়েই অর্ধশতরান করেন। রোহিত ৮০ রান করেন, যশস্বী ৬১ রানে সাজঘরে ফেরেন। তবে দুর্দান্ত শুরুর পর ভারতীয় দল পরপর চার উইকেট হারিয়ে খানিকটা বিপাকেই পড়ে গিয়েছিল। শুভমন গিল (১০) ও অজিঙ্ক রাহানে (৮) অল্প রানেই সাজঘরে ফেরেন। সেখান থেকে কোহলি ও জাডেজার ১৫৯ রানের পার্টনারশিপই ভারতকে বড় রান তুলতে সাহায্য করে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম