নয়াদিল্লি: একটা সময় দুজনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনই এক রাজ্য থেকে ক্রিকেট খেলে উঠে এসেছেন। কিন্তু পরে নাকি দুই তারকার মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। 


বিরাট কোহলি (Virat Kohli) ও শিখর ধবন (Shikhar Dhawan)। ভারতীয় দলের দুই তারকা ব্যাটারের মধ্যে অশান্তি নিয়ে কম শোরগোল ছিল না। এমনকী, ধবনের জাতীয় দল থেকে বাদ পড়ার নেপথ্যেও কাঠগড়ায় তোলা হয়েছিল কোহলিকে।


তবে ধবনের ক্রিকেট থেকে অবসরের পর তিক্ততা ভুলে শুভেচ্ছাবার্তা পাঠালেন কিংগ কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাট লিখলেন, 'শিখর, অভিষেকের মঞ্চ থেকেই তোমার ভয়ডরহীন মনোভাব আর ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন হয়ে উঠে আমাদের অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছো। খেলাটার প্রতি তোমার আবেগ, তোমার খেলোয়াড়সুলভ মনোভাব আর তোমার বিখ্যাত হাসির অভাব খুব টের পাব। তবে তোমার খ্যাতি থেকে যাবে। সব সুখস্মৃতির জন্য, অনবদ্য পারফরম্যান্সের জন্য আর সব সময় হৃদয় দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। পরের ইনিংসের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা রইল। মাঠের বাইরেও তুমি গব্বর।'


 






ধবনকে অবসরোত্তর জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার রোহিত শর্মাও। বিশ্ব ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সফল ওপেনিং জুটির কথা উঠলে স্বাভাবিকভাবেই মনে আসবে রোহিত ও ধবনের কথা। একসঙ্গে ১১৫টি ইনিংস খেলেছেন দুই তারকা। গব্বর ও হিটম্যান ৪৪ গড় রেখে করেছেন ৫১৪৮ রান। শুরুটা হয়েছিল ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হন শিখর। সেবার মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। গত শনিবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ধবন। তারপর রোহিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রুম শেয়ার করে থাকা থেকে মাঠে আজীবনের স্মৃতি ভাগ করা। উল্টো দিক থেকে তুমি সব সময় আমার কাজ সহজ করে দিয়েছো। তুমিই দ্য আল্টিমেট জাঠ।'


আরও পড়ুন: ঘরের মাঠই চেনে না, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধনা আফ্রিদির