মুম্বই: ক্যারিবিয়ানে ১১ বছর পর ফের একবার বিশ্বখেতাব উঠেছে ভারতের হাতে। টি-টোয়ন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। সেই বিশ্বজয়ের পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরই মাঝে নিজের নতুন বাড়ির (Virat Kohli new home) ঝলক দেখালেন ভারতের মহাতারকা ক্রিকেটার।
বর্তমানে কোহলি স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং দুই সন্তানের সঙ্গে আপাতত লন্ডনেই রয়েছেন। বিরুষ্কার পাকাপাকিভাবে লন্ডনে স্থানান্তরিত হওয়ার খবরও সম্প্রতি শিরোনাম কেড়েছে। এরই মাঝে মুম্বইতে নিজের নতুন বাড়ির ঝলক দেখালেন 'কিং কোহলি'। সকলের সঙ্গে ভাগ করে নিলেন আলিবাগে বিলাসবহুল বাড়ি নির্মানের এক বছরের সফর।
সোশ্যাল মিডিয়ায় এই এক বছরের সফরের একটি ভিডিও শেয়ার করে কোহলি লেখেন, 'আলিবাগে আমার নতুন বাড়ি তৈরির সফরটা আমার জন্য এক অভাবনীয় এবং অত্যন্ত সন্তোষজনক এক অভিজ্ঞতা। আমাদের স্বপ্নের বাসভবনকে বাস্তবের আকার দেওয়ার জন্য আবাসের গোটা দলকে অনেক ধন্যবাদ। এখানে আমার কাছের মানুষগুলোর সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানোর তর সইছে না যেন।'
বিশ্বজয়ের পর আপাতত ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ব্যস্ত। সেই সিরিজ়ে অবশ্য সিনিয়রদের মধ্যে তেমন কেউই খেলছেন না। এমনিও ভারতের বিশ্বজয়ের পর টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকেই কোহলি, জাডেজা এবং রোহিত, তারকা ত্রয়ী অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন। তাই এই সিরিজ়ে কোহলির খেলার কথাও নয়। তবে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়েও খেলবেন না বলেই খবর। কোহলি, রোহিতদের আরও কিছুদিন বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর।
যতদূর যা খবর, তাতে ভারতের মহাতারকা ক্রিকেটার হয়তো সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েই আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইসিসি চেয়ারম্যান হচ্ছেন অমিত শাহ-পুত্র? জয় শাহকে নিয়ে জোর জল্পনা