মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টের (IND vs NZ 3rd Test) প্রথম সেশনের খেলা শেষ। মধ্যাহ্নভোজের বিরতিতে কিউয়িদের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯২ রান। আপাতত উইল ইয়ং ৩৮ ও ড্যারেল মিচেল ১১ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর  (Washington Sundar)।


মুম্বইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ভারতীয় দল নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামে। যশপ্রীত বুমরার বদলে সুযোগ পান মহম্মদ সিরাজ। বুমরার বিষয়ে আপডেট দিয়ে বিসিসিআইয়ের তরফে জানানো হয় তিনি অসুস্থ। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, 'বুমরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই তিনি মুম্বইয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না।'


 






তবে নতুন বল হাতে বুমরার অনুপস্থিতি তেমন বুঝতে দেননি আকাশ দীপ ও সিরাজ। দিনের চতুর্থ ওভারেই ডেভন কনওয়েকে চার রানে এলবিডব্লু করে সাজঘরে ফেরান আকাশ দীপ। এরপর কিউয়ি অধিনায়ক ল্যাথামকে সঙ্গ দিতে নামেন ইয়ং। দুইজনে মিলে কিউয়ি দলের ইনিংস বেশ দেখেশুনেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল দু'জনকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। তবে গত ম্যাচে ভারতের হয়ে নজরকাড়া পারফর্ম করা ওয়াশিংটন সুন্দর বল হাতে তুলে নিতেই বদলায় ছবিটা।


প্রথমে ল্যাথামের ডিফেন্স ভাঙেন তারকা অফস্পিনার। তাঁর রক্ষণভেদ করে উইকেট ভেঙে ফেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানে ফিরতে হয় ল্যাথামকে। অনেকটা একেবারে কার্পন কপির মতোই রাচিন রবীন্দ্রকেও মাত্র পাঁচ রানে বোল্ড করেন সুন্দর। রবীন্দ্র গোটা সিরিজ় জুড়েই অনবদ্য ফর্মে রয়েছেন। সেই কারণেই মাত্র পাঁচ রানে তাঁর উইকেট তুলে নেওয়াটা নিঃসন্দেহে বেশ বড় সাফল্য। তবে অল্প রানের ব্যবধানে এই দুই উইকেট হারালেও ইয়ং ও মিচেল ইনিংসের হাল শক্তভাবে ধরেছেন। ভারতীয় বোলিং তাঁদের কাউকেই তেমন বেগ দিতে পারেনি। এবার দেখার বিষয় লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ছবিটা বদলায় কি না। 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




আরও পড়ুন: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত