ক্যানবেরা: বর্ডার গাওস্কর সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। ৬ ডিসেম্বর থেকে সেই টেস্ট ম্যাচ নৈশালোকে, গোলাপি বলে। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ায় চলতি সফরে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে এটিই ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ। কারণ, প্রথম টেস্টের আগে ভারত যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেটা নিজেদের মধ্যেই দুটি দল গড়ে।


প্রস্তুতি ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে নির্বাচিত ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Australian Prime Minister Anthony Albanese)। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে খোশমেজাজে গল্প করলেন অজ়ি প্রধানমন্ত্রী। আর ভারতীয় শিবিরকে খোঁচা দিতেও ছাড়লেন না।


প্রত্যেকবারই অস্ট্রেলিয়া সফরে এলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার রেওয়াজ রয়েছে ভারতীয় দলের। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে তাই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছিলেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা-রা।


সেখানে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, 'এই সপ্তাহান্তে দুর্দান্ত একটা ভারতীয় দলের সঙ্গে মানুকা ওভালে খুব কঠিন এক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী একাদশের। তবে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেই রেখেছি যে, কাজ সম্পন্ন করার ব্যাপারে আমি আমার ছেলেদের ওপর ভরসা রাখছি।' 


সরাসরি না বললেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বোঝাতে চেয়েছেন, ভারতীয় দলকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।


 







অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেন রোহিত শর্মা। যশপ্রীত বুমরার ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কোহলিকে মজা করে তিনি বলেন, 'দারুণ ইনিংস খেলেছো পারথে, যেন সেই সময় আমরা আর কোনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না।'


আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।