মুম্বই: কাতারে রমরমিয়ে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। আর মাত্র চারটি দল বিশ্বকাপে অবশিষ্ট রয়েছে। বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও ফুটবল জ্বরে কাবু। তিনি আবারও মাঠে নামলেন। তবে এবার ব্যাট বলের বদলে তাঁর পায়ে ফুটবল।


ফুটবলে মজে সচিন


নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। সেখানে তাঁকে বেশ খোশমেজাজে ফুটবল খেলতে দেখা গেল। ঠিক কোথায় সচিন ফুটবল খেলছেন বোঝা না গেলেও, ভিডিও দেখে আন্দাজ করা যায় তিনি সম্ভবত মুম্বইয়ের ওয়াংখেড়ে ময়দানেই ফুটবল নিয়ে মাঠে নেমেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিওয়ের ক্যাপশনে সচিন লেখেন, 'ফুটবল অন মাই মাইন্ড' অর্থাৎ আমার চিন্তাভাবনায় ফুটবল। 


 






বল বদল


প্রসঙ্গত, ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা, মরক্কো ও ফ্রান্সই বিশ্বকাপে অবশিষ্ট রয়েছে। এই চার দলের মধ্যেই এক দল ১৮ ডিসেম্বর রবিবারে বিশ্বকাপ ট্রফি তুলবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আগে বদলে গেল বল। শেষ চার ম্যাচের জন্য বল বদলে ফেলল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। যে বলের নাম আল হিম। আরবি শব্দ। যার অর্থ, স্বপ্ন। বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ খেলা হয়েছে আল রিহলা বলে। যে আরবি শব্দের অর্থ, সফর। ৬০ ম্যাচ খেলা হয়েছে এই বলে।



রবিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আল রিহলা যে প্রযুক্তিতে তৈরি হয়েছিল, সেই একই প্রযুক্তি থাকছে আল হিমে। তৈরি করছে একই সংস্থা, অ্যাডিডাস। এই বল রেফারিদের আরও দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই বলে থাকবে ভার প্রযুক্তির উপকরণ। ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট (IMU) থাকবে বলের ঠিক মাঝখানে। যার ফলে অফসাইড নির্ধারণ, বলের সঠিক অবস্থান, সব কিছু নিখুঁতভাবে বোঝা যাবে।



আরও পড়ুন: সেমিফাইনালে মেসি-ঝড় থামানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছেন ক্রোট কোচ