বেঙ্গালুরু: অ্যাডিলেডের স্মৃতি যেন ফিরে এল বেঙ্গালুুরুতে। সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এদিন কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে শেষ হল রোহিতদের ইনিংস। লজ্জার স্কোরবোর্ড। দলের টপ অর্ডারের সবাই ফ্লপ। মাত্র ২ রান করলেন রোহিত। খাতাই খুলতে পারলেন না বিরাট, রাহুল। কিউয়ি পেসারদের মধ্য়ে পাঁচ উইকেট নিয়েছেন ম্য়াট হেনরি। কিন্তু সবচেয়ে বেশি ছাপ ফেললেন তরুণ উইলিয়াম ও'রুর্ক। ২ কিউয়ি পেসার একটা সময় ভারতের ৬ উইকেট ফেলে দিয়েছিলেন, যখন ভারতের স্কোর ছিল মাত্র ৩৪।
ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে ৩ উইকেট নিলেন ও'রুর্ক। শিকারের তালিকায় আছেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুলের মত বড় বড় নাম। তবে বিরাটকে ফেরানোটাই হয়ত রুর্কের এদিনের সবচেয়ে স্পেশাল উইকেট হয়ে থাকবে। হঠাৎ উঠে যাওয়া বল সামলাতে না পেরে গ্লাভসে ছুঁয়ে ফেলেন বিরাট। সেখান থেকে বল চলে যায় লেগ গালিতে থাকা গ্লেন ফিলিপসের হাতে। এর আগে জয়সওয়ালকেও ফেরান রুর্ক। ৬৩ বলের লড়াই শেষে মাত্র ১৩ রান করে আজাজ পটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়সওয়াল। ৬ নম্বরে ব্যাট করতে এসেছিলেন কে এল রাহুল। তিনিও বিরাটের মতই খাতাই খুলতে পারেননি। টম ব্লান্ডেলের হাতে ক্য়াচ দিয়ে ফেরেন রাহুল।
কিন্তু কে এই উইলিয়াম ও'রুর্ক? ২০০১ সালের ৬ আগস্ট ইংল্য়ান্ডে জন্ম তরুণ এই পেসারের। এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ব্ল্যাক ক্যাপসদের হয়ে। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ও'রুর্কের।
গত বছর ১৭ ডিসেম্বর প্রথম ওয়ান ডে ম্য়াচ খেলেন রুর্ক। বল হাতে সেদিন ৫ ওভারের স্পেলে ৩৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত তিনটি ওয়ান ডে ম্য়াচে পাঁচ উইকেট নিয়েছেন। ওয়ান ডে সিরিজের সাফল্যই টেস্টে ডাক চলে আসে। হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমার টেস্ট খেলতে নামেন। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত পাঁচ টেস্টে মোট ২২ উইকেট ঝুলিতে পুরেছেন। তরুণ এই কিউয়ি পেসার তিনটি টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। চলতি বছর এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে অভিষেক হয় রুর্কের।