মুম্বই: মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের (womens world cup 2025) অভিযান জয় দিয়েই করেছিল ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলেন হরমনপ্রীত কৌররা। কিন্তু এরপর ভারতীয় দল টানা তিন ম্যাচে হেরেছে। প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া এবং রবিবার ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে হারানো তিনটি দলই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এখন শুধুমাত্র ১টি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। কোন অঙ্কে বিশ্বকাপের শেষ চারে যেতে পারে টিম ইন্ডিয়া?
সেমিফাইনালে কীভাবে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া?
ইংল্যান্ডের কাছে হারের পরেও ভারতীয় দলের জন্য সেমিফাইনালের রাস্তা বন্ধ হয়নি। তবে এখন প্রত্যেক ম্যাচেই মরণ-বাঁচন লড়াই। ভারত ৫টি ম্যাচ খেলেছে, ২টিতে জয় এবং ৩টিতে হারের সঙ্গে দলের ৪ পয়েন্ট রয়েছে এবং তারা পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। নিউজিল্যান্ডেরও ৪ পয়েন্ট রয়েছে, যদিও তাদের নেট রান রেট ভারতের থেকে কম। ভারতকে এখনও অন্য দলের ওপর নির্ভর করতে হচ্ছে না, তাদের এখনও ২টি ম্যাচ বাকি আছে।
ভারতের পরের ২টি ম্যাচ নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ খাতায় কলমে বেশ দুর্বল। তবে নিউজিল্যান্ড একটি শক্তিশালী দল এবং তাদের হারাতে টিম ইন্ডিয়াকে প্রাণপণে লড়াই করতে হবে। এই দুটি ম্যাচ জিতে গেলে ভারত সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবে।
যদি টিম ইন্ডিয়া ১টি ম্যাচ হারে, তাহলে কী হবে?
কিন্তু প্রশ্ন হল, যদি ভারত ২টির মধ্যে ১টি ম্যাচ হেরে যায়, তাহলে কী হবে। যদি ভারত একটি ম্যাচ হারে, তাহলে তাদের নিউজিল্যান্ডের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এর সঙ্গে তাদের একটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
- ২৩ অক্টোবর- বনাম নিউজিল্যান্ড
- ২৬ অক্টোবর- বনাম বাংলাদেশ
যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে ভারতের ৪ পয়েন্টই থাকবে এবং নিউজিল্যান্ডের ৬ পয়েন্ট হয়ে যাবে। নিউজিল্যান্ডের শেষ ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে, যদি সেই ম্যাচ নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে তারা সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে এবং ভারত ছিটকে যাবে, যেখানে নিউজিল্যান্ড সেই ম্যাচ হারলে এবং ভারত তাদের পরের ম্যাচ জিতলে নেট রান রেটের ভিত্তিতে ফয়সালা হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালে সেমিফাইনালের সুযোগ থাকছে হরমনপ্রীতদের সামনে।