লন্ডন: মহিলা ওয়ান ডে বিশ্বকাপে টানা তিনটি হার। প্রথম দুটো ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর টানা তিন ম্য়াচে হারতে হয়েছে হরমনপ্রীত কৌরের দলকে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে বিশ্বকাপের সেমিতে ওঠার রাস্তা কঠিন করে ফেলল মহিলা ভারতীয় ক্রিকেট দল। আর এই হারের পর পুরো দোষ নিজের ওপরই দিতে চান স্মৃতি মন্ধানা। নিজে ব্যাট হাতে ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু নিজের ইনিংস নিয়ে কথাই বলতে চাইছেন না স্মৃতি। টানা তৃতীয় হারে ভেঙে পড়েছেন তরুণ মহিলা ওপেনার।

Continues below advertisement

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্মৃতি মন্ধানা জানিয়েছেন, ''আমি নিজের ইনিংস নিয়ে কোনও কথাই বলতে চাইছি না। কারণ আমার এই ইনিংসটি দলের জয়ে কোনও কাজে আসেনি।'' উল্লেখ্য, ৪১.২ ওভারে ভারতের রান ছিল ২৩৪/৪ যখন স্মৃতি আউট হয়ে যান। সেই সময় ভারতের দরকার ছিল ৫২ বলে ৫৫ রান। কিন্তু সেখানে স্মৃতির আউটটাই যে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তা বুঝতে পারেননি বাঁহাতি ওপেনারও।

স্মৃতি বলছেন, ''আমাদের ব্যাটিং পুরো ভেঙে পড়েছিল। আমাদের শট সিলেকশন ভুল ছিল। আমরা অবশ্যই আমাদের শট আরও নিঁখুতভাবে খেলতে পারতাম। বিশেষ করে ব্যাটিং অর্ডারে শুরুটা আমার থেকেই হয়ে থাকে। আমাদের শুধুমাত্র প্রতি ওভারে ছয় রান করে দরকার ছিল। আমাদের খেলাটা আরও গভীরে নিয়ে যাওয়া উচিৎ ছিল।''

Continues below advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তিনটি দল ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতের পরে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড দল। আগামী ২৩ অক্টোবর ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্য়াকাডেমিতে কিউয়িদের বিরুদ্ধেই খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতের জন্য অঘোষিত কোয়ার্টার ফাইনাল হতে চলেছে এটি।

মন্ধানা বলছেন, ''ক্রিকেটে কিছুই সহজ নয়। আমরা হারের দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই জানি আমাদের ভুলগুলো। কোথায় আমাদের ভুল হয়েছে সেগুলো শুধরে নেওয়াই কাজ। ভাল দিন ও খারাপ দিন তো থাকেই। এটাই আসল যে কীভাবে খারাপ দিনগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কীভাবে ভাল খেলতে হবে, ম্য়াচ জিততে হবে, সেদিকেই আমাদের নজর দিতে হবে।''

লিগে ভারতের শেষ ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। টাইগাররা এখনও পর্যন্ত একটি ম্য়াচেই জিতেছে, তা পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের লক্ষ্য থাকবে নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ দুটো দলের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নেওয়া।''