বুদাপেস্ট: হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথম ভারতীয় হিসাবে জিতে নিয়েছেন সোনা। ৮৮.১৭ মিটার থ্রোয়েই নীরজকে সোনা এনে দেয়। মাত্র ০.৩৫ মিটার কম দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অধিকার করেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নদিম (Arshad Nadeem)। তৃতীয় স্থান অধিকার করেন চেক প্রজাতন্ত্রের জাকুব।


দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাগরিক হলেও, আর্শাদ ও নীরজের মধ্যেকার প্রীতি এর আগেও সকলের সামনে ধরা পড়েছে। এদিন তা ফের একবার দেখা গেল। প্রতিযোগিতা শেষে আর্শাদ ও নীরজ একে অপরকে জড়িয়ে ধরেন। নীরজ ও জাকুবও কুশল বিনিময় করেন। এরপর তাঁরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। নীরজের কাঁধে ছিল ভারতীয় পতাকা, জাকুবের কাঁধে চেক প্রজাতন্ত্রের পতাকা। তবে পোডিয়ামে ফিনিশ করা আর্শাদ প্রাথমিকভাবে সেই ফ্রেমে ছিলেন না। সেটা বুঝতে পেরেই আর্শাদকে ডেকে নেন নীরজ। আর্শাদ কিন্তু বিন্দুমাত্র বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই নীরজের ডাকে সাড়া দিয়ে তাঁর পাশে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন।


 






প্রতিযোগিতা শেষে তাঁর ও আর্শাদের মধ্যেকার সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেন নীরজ। তিনি বলেন, 'আমি প্রতিযোগিতা শেষে আর্শাদের সঙ্গে কথা বলি এবং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের উন্নতিতে আমরা দুইজনেই খুব খুশি। আমাদের ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বী, যারা আমাদের থেকে বেশি শক্তিশালী ও সবসময় কড়া টক্কর দেয়, তাদের হারাতে পেরেও আনন্দিত। ক্রীড়াক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই। আমার মতে আমাদের এই সাফল্যে এশিয়ান গেমসে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দেবে। হোয়াংঝোউতে আবার আমাদের দেখা হবে।'


তবে সোনা জিতলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নীরজ। তিনি বলেন, 'আমি আজ রাতে ৯০ মিটারের অধিক দূরে (জ্যাভলিন) ছুড়তে চেয়েছিলাম। তবে তার জন্য সব কিছু একেবারে ঠিকঠাক হওয়ার প্রয়োজন। আজ সন্ধ্যাতে সেটা করত ব্যর্থ হয়েছি আমি। হয়তো পরের বার সাফল্য পাব। দেখা যাক।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'ক্রীড়াক্ষেত্রে ওর কোনও তুলনা নেই', সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির