নয়াদিল্লি: গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। এবার রাজধানীতে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করলেন হরমনপ্রীত কৌররা। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে (Droupadi Murmu) বিশেষ উপহারও দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কী সেই উপহার? প্রধানমন্ত্রীর মতোই রাষ্ট্রপতিকেও দলের সকল খেলোয়াড়ের সই করা একটি জার্সি উপহার দেয় ওমেন ইন ব্লু। অধিনায়ক হরমনপ্রীতই রাষ্ট্রপতির হাতে এই বিশেষ উপহারটি তুলে দেন।
রাষ্ট্রপতি মুর্মু দলের এই ঐতিহাসিক কৃতিত্বকে কুর্নিশ জানান এবং দাবি করেন এই সাফল্য পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখা হয়, 'রাষ্ট্রপতি ভবনে বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। রাষ্ট্রপতি তাদের এই বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং বলেন তারা ইতিহাস তৈরি করেছেন। পাশাপাশি এই ক্রিকেটাররা তরুণদের জন্য রোল মডেলও হয়ে উঠেছে। এই দলটা ভারতেরই প্রতিচ্ছবি বলে জানান তিনি। তারা ভিন্ন ভিন্ন স্থান, পরিবার, বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করে উঠে এসেছেন, তবে ওরা একত্রে একটিই দল-ভারত।'
জার্সি তো দিয়েইছিলেন, রাষ্ট্রপতির হাতে কথা বলার ফাঁকে বিশ্বকাপ ট্রফিও তুলে দেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাতের পরেই স্মৃতির সাগরে ডুব দেন। সাক্ষাৎকারে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আট বছর আগের স্মৃতিতে ডুব দেন। তাঁকে বলতে শোনা যায়, '২০১৭ সালে আমারা শেষবার যখন দেখা করেছিলাম, তখন আমরা ট্রফি জিততে পারিনি। তবে এই বার আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি এবং গর্ববোধ করছ। আপনার সঙ্গে দেখা করাটা পরম সৌভাগ্যের। আশা করছি আমরা এমনভাবে দেশের নাম উজ্জ্বল করতে পারব।'
অপরদিকে, স্মৃতি মন্ধানা বলেন যে, প্রধানমন্ত্রী মোদি তাঁদের অনুপ্রাণিত করেছেন এবং তিনি সকলের জন্য অনুপ্রেরণা ছিলেন। তিনি জানান যে, কীভাবে আজ মেয়েরা প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কারণে ভাল পারফর্ম করছে। দীপ্তি শর্মা বলেন যে, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। দীপ্তি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।