মুম্বই: মোট ২৭৭ জন প্লেয়ার এবারের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে নাম দিয়েছিল। কারণ পাঁচটি ফ্র্য়াঞ্চাইজি মোট মাত্র ১৭ জন প্লেয়ারকেই রিটেইন করেছিল নতুন মরশুমের জন্য। তাই অনেক তারকা প্লেয়ারের নামই নিলামে উঠেছিল। এই পুলে ছিলেন মোট ১৯৪জন ভারতীয় প্লেয়ার। তাঁদের মধ্য়ে ৫২ জন ক্যাপড ও ১৪২ জন আনক্যাপড প্লেয়ার। অন্যদিকে ৮৩ জন বিদেশি প্লেয়ার, যাঁদের মধ্য়ে ৬৬ জন ক্যাপড ও ১৭ জন আনক্যাপড প্লেয়ার ছিলেন তালিকায়। 

Continues below advertisement

কোন ক্রিকেটার কোন দল কত পেলেন, তা দেখে নেওয়া যাক - - 

এবারের নিলামে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে গুজরাত টাইটান্স তুলে নিয়েছে ২ কোটি মূল্যে

Continues below advertisement

দীপ্তি শর্মা (ভারত, অলরাউন্ডার), ইউপি ওয়ারিয়র্স (আরটিএম): ৩.২০ কোটি

মেলিয়া কের (নিউজিল্যান্ড, অলরাউন্ডার), মুম্বাই ইন্ডিয়ান্স: ৩.০০ কোটি

রেণুকা সিং ঠাকুর (ভারত, বোলার), গুজরাট জায়ান্টস: ৬০ লক্ষ

সোফি একেলস্টোন (ইংল্যান্ড, বোলার), ইউপি ওয়ারিয়র্স (আরটিএম): ৮৫ লক্ষ

মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, ব্যাটার), ইউপি ওয়ারিয়র্স: ১.৯০ কোটি

লউরা উলভার্দাট (দক্ষিণ আফ্রিকা, ব্যাটার), দিল্লি ক্যাপিটালস: ১.১০ কোটি

ভারতী ফুলমালি (ভারত, ব্যাটার), গুজরাট জায়ান্টস (আরটিএম): ৭০ লক্ষ

ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া, ব্যাটার), ইউপি ওয়ারিয়র্স: ১.২০ কোটি

জর্জিয়া ভল (অস্ট্রেলিয়া, ব্যাটার), রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু: ৬০ লক্ষ

কিরণ নাভগিরে (ভারত, ব্যাটার), ইউপি ওয়ারিয়র্স (আরটিএম):৬০ লক্ষ

চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটার), দিল্লি ক্যাপিটালস: ১.৩০ কোটি

শ্রী চারানি (ভারত, বোলার) দিল্লি ক্যাপিটালস ১.৩০ কোটি

নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা, অলরাউন্ডার), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৬৫ লক্ষ

স্নেহ রানা (ভারত, অলরাউন্ডার), দিল্লি ক্যাপিটালস: ৫০ লক্ষ

রাধা যাদব (ভারত, অলরাউন্ডার), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৬৫ লক্ষ

হরলীন দেওয়াল (ভারত, অলরাউন্ডার), ইউপি ওয়ারিয়র্স: ৫০ লক্ষ

লিজেল লি (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), দিল্লি ক্যাপিটালস: ৩০ লক্ষ

লরেন বেল (ইংল্যান্ড, বোলার), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৯০ লক্ষ

ক্রান্তি গৌড় (ভারত, বোলার), ইউপি ওয়ারিয়র্স (RTM): ৫০ লক্ষ

শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা, বোলার), মুম্বই ইন্ডিয়ান্স: ৬০ লক্ষ

তিতাস সাধু (ভারত, বোলার), গুজরাট জায়ান্টস: ৩০ লক্ষ

লিনসে স্মিথ (ইংল্যান্ড, বোলার), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৩০ লক্ষ

আশা শোভনা (ভারত, বোলার), ইউপি ওয়ারিয়র্জ: ১.১০ কোটি

দিয়া যাদব (ভারত, ব্যাটার), দিল্লি ক্যাপিটালস: ১০ লক্ষ

সংস্কৃতি গুপ্তা (ভারত, বোলার), মুম্বই ইন্ডিয়ান্স: ২০ লক্ষ

প্রেমা রাওয়াত (ভারত, বোলার), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RTM): ২০ লক্ষ