লন্ডন: প্রায় ১৮ মাসের 'বনবাস'। অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship 2023) ভারতীয় দলে (Indian Cricket Team) প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের দুরন্ত ফর্ম এবং কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের চোটের সংমিশ্রণেই রাহানের সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। রাহানে কিন্তু এই ১৮ মাসে জাতীয় দলের বাইরে থাকার আক্ষেপ করতে রাজি নন, বরং আইপিএলের ইতিবাচক মনোভাব নিয়েই তিনি খেলা চালিয়ে যেতে চান।
নতুন শুরু
বিসিসিআইয়ের তরফে সম্প্রতি রাহানের একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে রাহানে বলেন, '১৮-১৯ মাস পরে আমি ফিরছি। এই সময়ে ভাল, খারাপ যাই হোক না কেন আমি আর অতীত নিয়ে ভাবনাচিন্তা করতে চাই না। আমি নতুনভাবে শুরুটা করতে চাই এবং যেমন খেলছি, তেমন খেলা চালিয়ে যেতে আগ্রহী।'
আবেগঘন প্রত্যাবর্তন
আইপিএলে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা গিয়েছে রাহানেকে। অনবদ্য কয়েকটি ইনিংসে সকলেরই নজর কাড়েন রাহানে। নিজের আইপিএল মরসুম নিয়ে কথা বলতে গিয়ে রাহানের বলেন, 'আইপিএলের আগে থেকেই, আমি গোটা মরসুমজুড়েই ভাল ব্যাটিং করেছি, তাই সিএসকের হয়ে এই মরসুম খেলাটা বেশ উপভোগও করেছি। ঘরোয়া মরসুমটা ভালই কেটেছিল এবং মানসিকভাবেও বেশ ভাল জায়গাতেই ছিলাম। তাই এই প্রত্যাবর্তনটা আমার কাছে বেশ আবেগঘন ছিল।'
তিনি আরও যোগ করেন, 'এখানে আসার আগে আইপিএল ও রঞ্জি ট্রফিতে যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি এখানেও আমি সেই মানসিকতা, সেই ছন্দেই ব্যাট করতে চাই। টি-টোয়েন্টি না টেস্ট খেলছি, সেইসব নিয়ে আমি মাথা ঘামাতে আগ্রহী নই। জিনিসপত্র অযথা জটিল করার মানে হয় না। গোটা বিষয়টা যত সহজ, সরল রাখব, ততই ভাল। আমি প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছি। সেই মুহূর্তে সাফল্য পেলাম না ব্যর্থ হলাম, এই নিয়ে মাথা ঘামায়নি এবং এটাই আমায় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করেছে। শেখার কোনও শেষ নেই। আমিও তো প্রতিদিন মুম্বই রঞ্জি দলের তারকাদের থেকে কতকিছু শিখেছি।'
প্রসঙ্গত, রাহানে এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে ৮২টি ম্যাচ খেলে ৪৯৩১ রান করেছেন। ভারতীয় দলের অভিজ্ঞতম খেলোয়াড়দের অন্যতম তিনি। অজিদের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে তাই রাহানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন: সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না