লন্ডন: আর মাত্র দিন কয়েক বাকি। তারপরেই টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ইংল্যান্ডের ওভালে (The Oval) এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। দুই শক্তিধর দেশের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়ের আশায় গোটা ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ড বেশ ভাল হলেও, এই মাঠে কিন্তু বারংবার অজিরা হতাশই হয়েছেন। ফাইনাল ম্য়াচের আগে ওভালে অস্ট্রেলিয়ার রেকর্ড কি মানসিকভাবে ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে?


ওভালে অজিদের রেকর্ড


ইংল্যান্ডে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে এই মাঠেই ১৮৮০ সালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ওভালে ১৪৩ বছরে মোট ৩৮টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে মাত্র সাতটি ম্যাচ জিতেছে তাঁরা। দক্ষিণ লন্ডনের এই মাঠে অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ মাত্র ১৮.৪২। ইংল্যান্ডের আর কোনও মাঠে অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ এত কম নয়। বিগত পাঁচ দশকে ওভালে মাত্র দু'টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের মক্কা লর্ডসে তো বরং ইংল্যান্ডের থেকেও অস্ট্রেলিয়ার রেকর্ড বেশি ভাল। অজিরা লর্ডসে ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে। অজিদের ৪৩.৫৯ জয়ের শতাংশ ইংল্যান্ডের ৩৯.৭২ শতাংশের (১৪১টি ম্যাচ খেলে) থেকেও বেশি।


ভারতের রেকর্ড


অবশ্য ভারতের রেকর্ডও যে এই মাঠে খুব আহামরি নয়। ভারতীয় দল এই মাঠে দুটি ম্যাচ জিতেছে, পাঁচটি হেরেছে ও সাতটি ড্র করেছে। তবে গত ইংল্যান্ড সফরে এই মাঠেই ভারত আয়োজক ইংল্যান্ডকে ১৫৭ রানের বিরাট ব্যবধানে পরাজিত করাছিল, যা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের আত্মবিশ্বাস বাড়াবে। ৪০ বছরে এটিই এই মাঠে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয় ছিল। ৭ জুন থেকে আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ হাসিটা কে হাসে, এবার সেটাই দেখার বিষয়।


কোন বলে ফাইনাল?


আইসিসির তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কোন বলে টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।


আরও পড়ুন: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?