লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জিততে পারিনি। সেই হতাশা দূর করে করতেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। ওভালে খেতাবি লড়াইয়ে ভারতের হয়ে দস্তানাহাতে দেখা যেতে পারে কেএস ভরতকে (KS Bharat)।


ধোনির পরামর্শ


সদ্যই দিনকয়েক আগে আইপিএল শেষ হয়েছে। তার পরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) খেলার উদ্দেশে ইংল্য়ান্ডে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলে মাঠে নামার তেমন সুযোগ না পেলেও, ভরত কিন্তু সেই টুর্নামেন্টের সৌজন্যেই ফাইনালের আগে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে সামনা সামনি কথা বলার সুযোগ পান। ধোনিকে সামনে পেয়ে তাঁর থেকে পরামর্শ নেওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করেননি ভরত।


এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের বর্তমান কিপার-ব্যাটার জানান, 'সম্প্রতি আইপিএল চলাকালীন আমার মহেন্দ্রর (সিংহ ধোনি) সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। ওর ইংল্যান্ডে কিপিং করার অভিজ্ঞতা, এই পরিবেশে কিপারদের কী করা উচিত, এইসব নিয়েই কথাবার্তা হয়েছিল। বেশ অনেকক্ষণ গভীর আলোচনা করি আমি এবং তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি।'


ধোনিকেই নিজের আদর্শ কিপার হিসাবে বেছে নিয়ে ভরত আরও যোগ করেন, 'কিপারের ক্ষেত্রে বিচক্ষণতাটাই আসল। এর যথাযোগ্য উদাহরণ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। একজন কিপার হওয়ার জন্য প্যাসন থাকা দরকার, কারণ কিপাররা যথাযোগ্য বাহবা পায় না। টেস্টে প্রতিদিন ৯০ ওভার কিপিং করতে হয় এবং প্রতিটি বলে নিজের মনোযোগ বজায় রাখতে হবে। তাই সমস্ত চ্যালেঞ্জগুলিকে মেনে নিয়েই দলের জন্য অবদান রাখাটা জরুরি।'


তবে এই ফাইনালের আগেই কিন্তু একটি ছবি দেখে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। 


রোহিতের হাতে ব্যান্ডেজ 


বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'


আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?