লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে খেতাবি লড়াই। টেস্টের বেস্ট হওয়ার লক্ষ্যে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) ৭ থেকে ১১ জুন একে অপরের মুখোমুখি হবে। বিগত এক দশক ভারতীয় দল কোনওরকম আইসিসি ট্রফি জেতেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC 2023 Final) জিতে সেই খরা কাটাতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।


দুই দল এই ফাইনালের বেশ খানিকটা আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল। কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, প্রায় সপ্তাহখানেক ধরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ভারত-অস্ট্রেলিয়া, দুই দলই। এবার সময় মাঠে নেমে নিজেদের দক্ষতা প্রদর্শন করার। দুই দলেই মহাতারকাদের ছড়াছড়ি। ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তারকা রয়েছে দুই দলে। তাই সমর্থকরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন। 


কাদের ম্যাচ


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে 


কোথায় ম্যাচ


ওভাল, লন্ডন


কখন খেলা


ভারতীয় সময় অনুযায়ী শুরু দুপুর ৩টেতে শুরু হবে ম্যাচ, টস হবে দুপুর ২.৩০


কোথায় দেখবেন


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


স্মার্টফোনে হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং


আবহাওয়া


বছর দু'য়েক আগে ইংল্যান্ডেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজিত হয়েছিল। ভারত-নিউজিল্যান্ডের সেই ফাইনালে কিন্তু বরুণদেব বারংবার বিঘ্ন ঘটিয়েছিলেন। বৃষ্টির জন্য ম্যাচের প্রথম দিন তো খেলাই হয়নি। এবার অবশ্য তেমন হওয়ার সম্ভাবনা খানিকটা কম। ম্যাচের প্রথম দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বটে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দ্বিতীয় এবং তৃতীয় দিনে তাপমাত্রা কমলেও, বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। বাকি দিনগুলিতেও এখনও অবধি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ম্যাচ যত গড়াবে, তাপমাত্রা কমার পাশাপাশি গোটা দিনজুড়ে ঠান্ডা হাওয়া প্রবাহের সম্ভাবনা রয়েছে। এই হাওয়া কিন্তু ফাস্ট বোলারদের বল সুইং করাতে মদত করবে।


পিচ


এখনও অবধি ওভালের পিচের যেসব ছবি সামনে এসেছে, তাতে পিচে যে যথেষ্ট পরিমাণ ঘাস রয়েছে, তা বলাই বাহুল্য। এমনকী প্র্যাক্টিস পিচে অনুশীলনের সময়েও ভারত এবং অস্ট্রেলিয়ার অনেক ব্যাটার বাড়তি বাউন্স সামলাতে বিপাকে পড়েন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ঘাস কিছুটা ছেঁটে ফেলা হয়েছে, তবে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বোলাররা যে বাউন্স পাবেনই, তা বলা বাহুল্য। মেঘলা পরিবেশ এবং বাড়তি বাউন্সে কিন্তু শামি, কামিন্স, সিরাজরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে স্পিনরারাও বাড়তি বাউন্সের ফলে খানিকটা সুবিধা পাবেন। 


আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড