লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অজিদের ব্যাট, বলে দাপটে ভারতীয় দল এমনিই চাপে। তবে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসের দুই শতরানকারী স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে আউট করেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তৃতীয় দিনের শেষে জাডেজা নয় ওভারে ২৫ রানের বিরুদ্ধে দুই উইকেট নেন জাডেজা। দুই শতরানকারীকে সাজঘরে ফিরিয়েই নতুন ইতিহাস রচনা করে ফেললেন জাডেজা। বিষেণ সিংহ বেদীকে (Bishan Singh Bedi) পিছনে ফেলে লাল বলের ক্রিকেটে সফলতম ভারতীয় বাঁ-হাতি স্পিনার হয়ে গেলেন তিনি।
ভারতীয় হিসাবে শীর্ষে
বিষেণ বেদীর দখলে ৬৭টি টেস্ট ম্যাচে ২৬৬টি টেস্ট উইকেট রয়েছে। জাডেজা দুই উইকেট নিয়েই বেদীকে পিছনে ফেলে দিলেন। তাঁর দখলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫টি ম্যাচে ২৪.২৫ গড়ে ২৬৭টি উইকেট রয়েছে। অবশ্য ভারতীয় বাঁ-হাতি স্পিনারদের মধ্যে তিনি সফলতম হলেও, টেস্টের ইতিহাসে কিন্তু তিনি তালিকায় শীর্ষে নয়, বরং চতুর্থ স্থানে রয়েছেন। ৯৩টি টেস্টে ৪৩৩টি উইকেট নেওয়া শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরথ হলেন টেস্ট ইতিহাসের সফলতম বাঁ-হাতি স্পিনার।
হেরথের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি। তিনি ১১৩টি ম্যাচে ৩৬২টি উইকেচ নিয়েছেন। ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড ৮৬ ম্যাচে নিয়েছেন ২৯৭টি উইকেট। জাডেজার আগে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনিই। এরপরেই আপাতত চতুর্থ স্থানে জাডেজা। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল না, গোটা ২০২৩ সাল জুড়েই কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন জাজেজা। তিনি এ বছরে পাঁচটি টেস্ট ম্যাচে ৩০.৫০ গড়ে ১৮৩ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ৭০ রান। তিনি ১৯.৮৪ গড়ে ২৫টি উইকেটও নিয়েছেন। এক ইনিংসে ৪২ রানের বিনিময়ে সাত উইকেট নেওয়াই জাডেজার লাল বলের ক্রিকেটে এ বছরের এখনও সেরা পারফরম্যান্স।
ফাইনালে পারফরম্যান্স
এই ম্যাচের প্রথম ইনিংসে জাডেজা বল হাতে মাত্র একটি উইকেট নিলেও, ব্যাট হাতে ৪৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। ভারতীয় টপ অর্ডার যেখানে ব্যর্থ হয়, সেখানে ফলো অন বাঁচাতে জাডেজার ৪৮ রানের ইনিংসের গুরুত্ব কিন্তু অপরিশীম। এবার দেখার তিনি বল হাতে আজ দ্রুত উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরাতে পারেন কি না।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ১১ শতাংশের বেশি ডায়াবেটিক, ৩৬ শতাংশ হাইপারটেনসনে আক্রান্ত দেশে