লন্ডন: কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final)। আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে বর্তমানে টেস্টের দুই সেরা দল ভারত, অস্ট্রেলিয়াই এই ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। অজি দলের অন্যতম সেরা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith)। তাঁর দক্ষতা এবং অভিজ্ঞতা খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার ভরসার বড় কারণ। ফাইনালে মাঠে নামার আগে কিন্তু প্রতিপক্ষ অত্যাধিক গুরুত্ব দিতে নারাজ স্মিথ।


আশাবাদী স্মিথ


তিনি বলেন, 'আমার ভাল ক্রিকেট খেলে ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী। বিগত কয়েক বছরে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। ওরাও যদিও ভাল খেলেছে। ফাইনালে দুই সেরা দলের লড়াই হওয়াটা দারুণ বিষয়। আশা করছি একটা ভাল ক্রিকেট ম্যাচ হবে। তবে প্রতিপক্ষকে নিয়ে আমি বেশি ভাবনাচিন্তা করতে চাই না। এই সপ্তাহটা ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দেশের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।'


এরপরেই ভারতীয় বোলিং বিভাগকেও প্রশংসায় ভরিয়ে দেন প্র্রাক্তন অজি অধিনায়ক। 'ভারতীয় দলে সিম এবং সুইং বোলারদের দারুণ সংমিশ্রণ রয়েছে এবং ওদের স্পিনাররাও ভাল। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ওদের প্রধান অস্ত্র। স্পিনাররাও এর আগে এই পরিবেশেকে দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। সুতরাং, ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে আমাদের খুবই ভাল ক্রিকেট খেলতে হবে। দেশের জন্য খেলা সবকয়টি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা সিরিজ গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের বিশ্বকাপ এখনও দেরি আছে, তার আগে আমাদের ফোকাস এই ট্রফিটা জয়ের দিকে।' বলেন তিনি।


রোহিতের হাতে ব্যান্ডেজ 


তবে এই ফাইনালের আগেই কিন্তু একটি ছবি দেখে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। 


বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'


আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?