লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টার পরেই শুরু হয়ে যাবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023)। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। কিন্তু তার আগেই ভারতীয় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি আইসিসির তরফে ওভালে ভারতীয় দলের অনুশীলনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ব্যান্ডেজ দেখেই ভারতীয় অনুরাগীদের কপালের চিন্তার ভাঁজ। 


রোহিতের হাতে ব্যান্ডেজ 


বেশ কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই। তবে রবিবার, ৪ জুনই প্রথমবার ফাইনালের আগে ওভালে ভারতীয় দল অনুশীলন সারে। সোমবারও টিম ইন্ডিয়ার তারকাদের কড়া অনুশীলন করতে দেখা যায়। সেই অনুশীলনেরই এক ফাঁকে রোহিতকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। এই দেখেই ভারতীয় দলের সমর্থকরা রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রোহিত আদৌ ফিট তো? একজন লেখেন, 'রোহিতের হাতে কী হয়েছে? আশা করছি সব ঠিক আছে।' আরেকজন লেখেন, 'রোহিতের হাতে ব্যান্ডেজ কেন?'


 



 






সাম্প্রতিক সময়ে বারংবার নিজের ফিটনেস নিয়ে ভুগতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে রোহিত মোট আটটি টেস্ট ম্যাচ চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না ভারত। তাই ভারতীয় ওপেনারের হাতে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবে সমর্থকদের উদ্বেগ বাড়ে। রোহিতের চোট কতটা গুরুতর, সেই প্রশ্নের উত্তর মঙ্গলবার, ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।


ইংল্যান্ডের পরিবেশ 


বিগত দশ বছর ধরে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এবার এক দশকের ট্রফি খরা কাটবে? সেই প্রশ্নই এখন সকল ভারতীয় অনুরাগীর মনে মনে। খেতাবি লড়াইয়ের আগে অধিনায়ক রোহিতককে কিন্তু ইংল্যান্ডের পরিবেশ চিন্তায় রাখছে। রোহিতের মতে ইংল্যান্ডের পরিবেশে ব্যাটারদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং।


এই চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডের পরিবেশ সাধারণত ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এখানে আবহাওয়া সবসময়ই বদলাতে থাকে, তাই ব্যাটাররা কখনই সেট হয় না। বোলারদের বিরুদ্ধে ঠিক কোন সময়ে আক্রমণ করা উচিত, সেটা জানাটা ভীষণ জরুরি। এই মাঠের উইকেটটা ব্যাটিংয়ের জন্য অবশ্য অন্যতম সেরা। মাঠের কোণাকুণি বাউন্ডারিগুলিতে বল গেলে বেশ দ্রুত ছোটে। তবে টেস্ট ক্রিকেট তো সবসময়ই অধিনায়ক হিসাবে আপনাকে চ্যালেঞ্জ করে। তাই তো এটা সবার সেরা এবং সকলেই টেস্ট ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকে।'


 


আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড