চেন্নাই: বাংলাদেশকে তিনদিনের সামান্য কিছু বেশি সময়ে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে ভারত (India vs Bangladesh)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ফের খেলবে ভারত (Team India)? ফাইনালে ওঠার দৌড়ে আর কোন কোন দল?


ভারত বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আইসিসি। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে WTC পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা। ২০২৩-২৩ সাইকেলে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টি ম্যাচ জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ঝুলিতে রয়েছে ৮৬ পয়েন্ট। সব মিলিয়ে জয়ের হার ৭১.৬৭ শতাংশ।


পরপর তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি ভারতের সামনে। পরের বছর জুলাইয়ে ঐতিহাসিক লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দুবার পারেনি, থার্ড টাইম লাকি কি হবে ভারত?


বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আরও ৯টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। বাকি ৯ ম্যাচের ৪টি জিতলে ও একটি ড্র করলে ভারতের ফাইনালে খেলা নিশ্চিত। ভারতের সামনে ৮৫.০৯ শতাংশ জয়ের হার রেখে ফাইনালে খেলা সম্ভব।


তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে এসেছে শ্রীলঙ্কা। নিউজ়িল্যান্ডকে গলে প্রথম টেস্টে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নিউজ়িল্যান্ডকে ছাপিয়ে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। তবে ফাইনালে ওঠার ব্যাপারে ভারতের সঙ্গেই ফেভারিট হিসাবে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে আছেন অজিরা।


শ্রীলঙ্কা এখনও পর্যন্ত চলতি সার্কলে ৮টি ম্যাচ খেলে ৪টি টেস্টে জিতেছে। হার ৪ টেস্টে। আপাতত তাদের হাতে ৪৮ পয়েন্ট। জয়ের হার ৫০ শতাংশ।


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


চার নম্বরে নেমে গিয়েছে নিউজ়িল্যান্ড। ৭টি টেস্ট ম্যাচ খেলে ৪টি পরাজয়, তিনটি ম্যাচ জিতেছেন কিউয়িরা। পাঁচে রয়েছে ইংল্যান্ড। ভারতের কাছে বড় হারের ধাক্কায় ৬ নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ।






আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।