পুণে: ভারতের মাটিতে ইতিহাস তৈরি করল নিউজ়িল্য়ান্ড (India vs New Zealand)। প্রথমবার এ দেশে এসে টেস্ট সিরিজ জিতলেন কিউয়িরা। তিন টেস্ট ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল নিউজ়িল্যান্ড। মুম্বইয়ে শেষ টেস্ট হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার।
ভারতের হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ছবিটা কী দাঁড়াল? পয়েন্ট টেবিলে কোন দেশ কোথায়?
ভারতকে হারিয়ে বড় প্রাপ্তি হল নিউজ়িল্যান্ডের। কিউয়িদের জয়ের শতকরা হার ৪৪.৪৪ থেকে বেড়ে ৫০ হল। পয়েন্ট টেবিলে এক ধাপ ওপরে উঠল নিউজ়িল্যান্ড। পাঁচ থেকে উঠে এল চার নম্বরে। পয়েন্টের নিরিখে নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা এক জায়গায়। দুই দেশেরই পয়েন্ট ৬০। তবে শ্রীলঙ্কার জয়ের শতকরা হার বেশি। ৫৫.৫৬ শতাংশ। যে কারণে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।
আর ভারত? যারা ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল?
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশ্বস্ত হতে পারেন। কারণ, নিউজ়িল্যান্ডের কাছে সিরিজ হারলেও ভারতই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল। ভারতের প্রাপ্ত পয়েন্ট ৯৮। যদিও জয়ের শতকরা হার ৬৮.০৫ শতাংশ থেকে কমে ৬২.৮২ শতাংশ হয়ে গেল রোহিত শর্মাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ।
পরের বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পরপর দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। তৃতীয়বারও ফাইনালে ওঠার দৌড়ে এখনও অন্যতম ফেভারিট।
আরও পড়ুন: বাবা হাসপাতালে, দলের স্বার্থে মাঠে বাংলার অধিনায়ক, 'দানা'র ঝাপ্টায় রঞ্জি ম্যাচের প্রথম দিন পণ্ড
আরও পড়ুন: ঘরের মাঠে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল টিম ইন্ডিয়া? প্রশ্ন তুলছেন কিংবদন্তি ক্রিকেটার