চেন্নাই: সম্প্রতি অস্ট্রেলিয়ান তারকাদের জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা কে? সেখানে মিচেল স্টার্কসহ সিংহভাগ অজ়িই একজন ক্রিকেটারের নাম বলেছিলেন। তিনি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চেন্নাইতে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন যশস্বী। হাঁকালেন দুরন্ত অর্ধশতরান। এই হাফসেঞ্চুরির ইনিংসের সুবাদেই ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এক দুরন্ত কৃতিত্ব গড়লেন ভারতের তারকা ওপেনার।
চেন্নাইয়ে যেখানে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা সম্পূর্ণ ব্যর্থ, সেখানে যশস্বী অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন। ঘরের মাঠে নিজের ১০ম ইনিংস খেলতে নেমেছিলেন যশস্বী। তিনি প্রথম ব্যাটার হিসাবে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে মাত্র ১০ ইনিংসে ৭৫০ রান করলেন। এর আগে ঘরের মাঠে ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের জর্জ হেডলি মোট ৭৪৭ রান করেছিলেন। প্রথম ১০ ইনিংসে এটাই ঘরের মাঠে কোনও ব্যাটারের সর্বাধিক রানের রেকর্ড ছিল। তবে যশস্বী সেই রেকর্ড ভেঙে দিলেন।
ঘরের মাঠে যশস্বী কিন্তু এখনও পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছেন, তার সবকয়টিতেই অন্তত একটি ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর এই অনবদ্য হাফসেঞ্চুরি ফের একবার যশস্বীর প্রতিভা প্রমাণ করল। ১৭ ইনিংসে এই নিয়ে অষ্টমবার হাফসেঞ্চুরির গণ্ডি পার করলেন যশস্বী। ভারতীয় হিসাবে ১৭টি টেস্ট ইনিংসের পর একমাত্র সুনীল গাওস্করই যশস্বীর থেকে অধিক, নয় বার ৫০ রানের গণ্ডি পার করেছেন। যশস্বী এখনও পর্যন্ত টেস্টে মোট ১০৮৪ রান করেছেন। তিনি ঋষভ পন্থের সঙ্গে মিলে ভারতীয় ইনিংসের হাল ধরেন।
তবে পন্থ মধ্যাহ্নভোজের পরেই সেই হাসানের বলেই ৩৯ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা কিপার-ব্যাটার। জয়সওয়াল অবশ্য হাফসেঞ্চুরি পূরণ করেন। তবে নাহিদ রানার প্রায় ১৫০ কিমি গতিবেগের বলে খোঁচা দিয়ে ৫৬ রানে আউট হন জয়সওয়ালও। কেএল রাহুল ১৬ রানে আউট হলে ভারতীয় দলের সমর্থকরা তো চিন্তায় পড়ে গিয়েছিলেন। আদৌ দু'শোর গণ্ডি পার করবে তো ভারত? ছিল সংশয়। এই পরিস্থিতি থেকেই পাল্টা লড়াই চালান অশ্বিন ও জাডেজা।
বিশেষ করে অশ্বিন ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। দ্বিতীয় সেশন শেষে অশ্বিন ও জাডেজার ভারতের ইনিংসকে ১৭৬ রান পর্যন্ত টেনে নিয়ে যান। তবে তৃতীয় সেশনে দুই তারকাই দুরন্ত ছন্দে ব্যাটিং করেন। তৃতীয় সেশনে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৬৩ রান তোলে। এই সেশনেই ম্যাচে ভারতকে বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'টি-২০ টুর্নামেন্ট খেলে টেস্টে নামায় সুবিধা হয়েছে', অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দাবি অশ্বিনের