বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (India vs England 2nd Test) ব্যাটিং সহায়ক পিচে প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারতীয় দল। সৌজন্যে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টস জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৬ রান। একাধিক ভারতীয় ব্যাটার শুরুটা ভাল করেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। যেখানে সাত ব্যাটারের কেউ অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি, সেখানে যশস্বী একাই ১৭৯ রানে তুললেন। দিনশেষে তিনি অপরাজিতও রয়েছেন। তাঁর ব্যাটের ওপরেই দাঁড়িয়ে ভারতের ভাগ্য।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত এবং যশস্বী। আগের ম্য়াচে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন 'হিটম্যান'। এদিনও রান পেলেন না তিনি। মাত্র ১৪ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। সিরিজ়ে প্রথমবার খেলতে নামা শোয়েব বশিরের শিকার হন তিনি। এরপর জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধেছিলেন গিল। গত কয়েকটি ম্য়াচে একেবারেই ফর্মের ধারেকাছে নেই এই ভারতীয় তরুণ তারকা ব্যাটার। এদিন শুরুটা দুর্দান্ত করেছিলেন। দ্রুত রানও যোগ করছিলেন বোর্ডে। কিন্তু ৩৪ রানের মাথায় অ্য়ান্ডারসনের আউটসুইংয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হন গিল। 


বল ব্যাটের কাণায় লেগে চলে যায় ইংল্যান্ডের উইকেটকিপার বেন ফোকস। দুই উইকেটের বিনিময়ে ভারত মধ্যাহ্নভোজে ১০৩ রান তোলে। দ্বিতীয় সেশনে যশস্বী ও শ্রেয়স দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। সেট হয়ে যাওয়ার পর যশস্বী ব্যাট হাতে ঝড় তোলেন। অ্যালেক্স হার্টলিকে তো ৪৫তম ওভারে তিনি নাগাড়ে তিনটি চার মারেন। তবে সেই হার্টলিই যশস্বী ও শ্রেয়সের ৯০ রানের পার্টনারশিপ ভাঙেন। শ্রেয়স ২৭ রান করেন।


নিজের অভিষেক ম্যাচ খেলা রজত পাতিদার এরপর যশস্বীর সঙ্গে ক্রিজে যোগ দেন। দুইজনে মিলে বেশ ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যান। ইংল্যান্ড বোলারদের ম্যাচে দাঁত ফোটাতেই দিচ্ছিলেন তাঁরা। ৫৭ ওভারে দু'শো রানের গণ্ডি পার করে ভারত। ১৫১ বলে নিজের শতরান পূরণ করেন ভারতীয় ওপেনার যশস্বী। দ্বিতীয় সেশন শেষ হয় তিন উইকেটের বিনিময়ে ২২৫ রানে। তবে তৃতীয় সেশনে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। সৌজন্যে অবশ্যই ঘূর্ণির ফাঁদ। অক্ষর পটেল, কেএস ভারত, রজত পাতিদার, তিনজনেই ফেরেন তৃতীয় সেশনে।   


পাতিদারের আউটটা ভীষণই দুর্ভাগ্যজনক। রেহান আমেদের ফুল লেংথের বল বাড়তি বাউন্স পেয়ে পাতিদারের দস্তানায় লাগে। তবে তিনি তা দক্ষভাবে সামলালেও বল উইকেটের থেকে দূরে সরাতে গিয়ে সরাসরি উইকেটেই মেরে দেন। ৩২ রানে তাঁর ইনিংস শেষ হয়। অক্ষর এবং যশস্বী এরপর ৫২ রান যোগ করেন। ছন্দে দেখানো অক্ষর কট মারতে গিয়ে ২৭ রানে রেহানের হাতে ধরা দেন। দিনের শেষবেলায় ঘরের ছেলে কেএস ভারতকে মাত্র ১৭ রানে ফেরান রেহান। শেষমেশ ৩৩৬ রানে থামে দিনের খেলা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: অবিচারের শিকার! ভারতীয় দলে ফের ব্রাত্য সরফরাজ, নিন্দার ঝড়