মোহালি: যুবরাজ সিংহের (Yuvraj Singh) কেরিয়ার বরবাদ হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্য? ক্যাপ্টেন কুলকে (Captain Cool) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন যুবরাজের বাবা যোগরাজ সিংহ (Yograj Singh)। অভিযোগ করলেন, ইচ্ছাকৃতভাবে তাঁর ছেলের আন্তর্জাতিক কেরিয়ার নষ্ট করেছিলেন ধোনি!


এবারই প্রথম নয়, ধোনিকে এর আগেও বিঁধেছেন যোগরাজ। ফের তিনি আক্রমণ করলেন মাহিকে। জানালেন, ধোনিকে তিনি কোনওদিনও ক্ষমা করতে পারবেন না। তাঁর মতে, ধোনির জন্যই তাঁর পুত্রের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল।


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিনিয়ার বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছিল যুবরাজের। ভারতীয় দলের অধিনায়ক তখন সৌরভ গঙ্গোপাধ্যায়।  তারপর ১৬ বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন যুবি। ২০০৩ সালে মোহালিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল যুবরাজের। ২০১২ সালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল যুবির খেলা শেষ টেস্ট। কেরিয়ারে ৪০টি টেস্ট ম্যাচ খেলে ৩৩.৯২ গড়ে ১৯০০ রান করেছিলেন যুবরাজ। ছিল ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি। 


সেই তুলনায় ওয়ান ডে ক্রিকেটে অনেক বেশি কার্যকরী ছিল যুবির ব্যাট। ৩০৪ ওয়ান ডে ম্যাচে ৩৬.৫৫ গড়ে ৮৭০১ রান করেছেন যুবি। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরি। ৮৭.৬৭ স্ট্রাইক রেটে রান করেছেন বাঁহাতি তারকা।






একটি সাক্ষাৎকারে যোগরাজ বলেছেন, 'আমি কোনও দিন ধোনিকে ক্ষমা করতে পারব না। ওর উচিত আয়নার সামনে দাঁড়ানো। ও ক্রিকেটার হিসাবে বড় মানের। কিন্তু আমার ছেলের সঙ্গে যা করেছে সব এখন প্রকাশ পাচ্ছে। সারাজীবন এটা ক্ষমা করা সম্ভব নয়।'


যোগরাজ আরও বলেছেন, 'আমি জীবনে দুটি জিনিস কখনও করিনি। এক, আমার সঙ্গে অন্যায় করেছে, এরকম কাউকে কোনও দিন ক্ষমা করতে পারিনি। দ্বিতীয়ত, কোনও দিন তাদের আলিঙ্গন করতে পারিনি। সে আমার পরিবারের সদস্য বা আমার সন্তান, যেই হোক না কেন। আমার পুত্র আরও ৪-৫ বছর খেলতে পারত। সেটা হতে দেয়নি ওই লোকটা।' যোগ করেছেন, 'আমি বলব সকলের যুবরাজের মতো ছেলে হোক। অতীতে গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগের মতো তারকারাও এ কথাই বলেছে। ক্যানসার নিয়েও ভারতকে বিশ্বকাপ জেতানোর পর সরকারের উচিত ওকে ভারত রত্ন সম্মান দেওয়া।'