কোল্লম (কেরল): বিধ্বংসী ব্যাটিং দিয়ে আইপিএল মাতানোর ফাঁকে পরিবারের সঙ্গে ক্ষণিক সফরে কেরল গেলেন ক্রিস গেইল। সেখানে নিজস্ব ঢঙে মনোরঞ্জনের পাশাপাশি, মাছও ধরেন ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান।


তবে, এক্ষত্রে ভাগ্য বেশি সঙ্গ দেয়নি গেইলের। তাঁর জালে ধরা দেয়নি খুব বেশি মাছ। যদিও তাতে একেবারেই হতাশ নন গেইল। একটি বিলাসবহুল হোটেলে ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী, সন্তান এবং শাশুড়ি।


হোটেলের এক আধিকারিক জানান, রবিবার আসেন গেইল। আগামী কয়েকদিন সেখানেই থাকবেন। যদিও, হাই-প্রোফাইল গ্রাহকের গোপনীয়তা রক্ষার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।


তবে, গেইল তো গৃহবন্দি থাকার বান্দা নন। জানা গিয়েছে, সোমবার, কেরলের বিখ্যাত ব্যাকওয়াটারে বোটিংও করেন তিনি। এছাড়া, হোটেলের যোগব্যায়ামের ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি কেরলের নিজস্ব আয়ুর্বেদ ম্যাসাজও করিয়েছেন তিনি।


শুধু তাই নয়। কেরলের নিজস্ব পদের ভরপুর আনন্দ নিয়েছেন গেইল। সেই তালিকায় ছিল—পার্ল স্পট মাছের সুস্বাদু পদ। আগামী ৪ তারিখ ক্রিকেট মাঠে ফিরছেন তিনি। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী খেলা ইন্দৌরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।