কানপুর: ফিল হিউজ থেকে অঙ্কিত কেশরী। ক্রিকেট মাঠে দুর্ঘটনা কেড়ে নিয়েছিল কতগুলো তাজা প্রাণ। ২২ গজে ফের ফিরল সেই মর্মান্তিক স্মৃতি। কানপুরে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের।


মৃতের নাম রিজওয়ান খান। শনিবার কানপুরের আইএফ গ্রাউন্ডে অফিস লিগের ম্যাচ চলাকালীন মৃত্যু হয় তাঁর।

প্রথম ইনিংসে ৫ ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ রান করেন বছর ৪৫-এর রিজওয়ান। মাঠেই অস্বস্তি অনুভব করেন। আউট হওয়ার পর ড্রেসিং রুমে এসে বসেন তিনি। ১৫ মিনিট পর শুরু হয় বুকে ব্যথা। কিন্তু, কোনও গ্রাউন্ড মেডিক্যাল ফেসিলিটি না থাকায় আইএফ হাসপাতাল থেকে সাহায্য চাওয়া হয়। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলেও মাঝপথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মাঠে কেন উপযুক্ত চিকিত্‍সার পরিকাঠামো ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

রিজওয়ানের পরিবারে রয়েছেন তাঁর মা, স্ত্রী ও তিন সন্তান। রিজওয়ানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁরা। তবে, এদিনের মৃত্যুর ঘটনা ফের প্রশ্ন তুলে গেল ক্রিকেট মাঠের পরিকাঠামো নিয়ে। কবে পাল্টাবে ছবিটা? প্রশ্ন ক্রিকেট মহলে।