নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2022) ধারাভাষ্যকার হিসাবে কাজ করবেন তিনি। টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার থেকে। সে কারণেই বুধবার মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তবে দুবাই যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে সমস্যার সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরফান।


প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এশিয়া কাপের জন্য তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে ভিস্তারার চেক-ইন কাউন্টারে প্রায় দেড় ঘণ্টা স্ত্রী-সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে।


প্রাক্তন অলরাউন্ডার ট্যুইট করেন, ‘আজ আমি মুম্বই থেকে ভিস্তারা ফ্লাইটে দুবাই যাচ্ছিলাম। চেক ইন কাউন্টারে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল। ভিস্তারা আমার কনফার্ম টিকিটে কারসাজি করেছে। এ সমস্যার সমাধানের জন্য আমাকে কাউন্টারে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আমার সঙ্গে আমার স্ত্রী,আট মাসের শিশু এবং পাঁচ বছরের সন্তান ছিল’।


 






ইরফান পাঠান আরও লিখেছেন, ‘উড়ান সংস্থার গ্রাউন্ড স্টাফদের আচরণও ছিল অত্যন্ত অভদ্র এবং তাঁরা অনেক অজুহাত তৈরি করছিলেন। আমি ছাড়াও আরও অনেক যাত্রী একই সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আর কেউ এ ধরনের সমস্যার সম্মুখীন না হয়।’


মুম্বই থেকে দুবাই যাচ্ছিলেন ইরফান পাঠান। সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। কিন্তু যাওয়ার পথে বিমানবন্দরে হেনস্থা হতে হল ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে। দেড় ঘণ্টা ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হল তাঁদের।


 




আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে প্রবল প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন বিরাট