নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত বিভিন্ন কসরত করেন কাইফ। এর মধ্যে সূর্য নমস্কারও আছে। ট্যুইটারে সেই সূর্য নমস্কারেরই ছবি দিয়েছিলেন এই ক্রিকেটার। কিন্তু যোগাসন করা নিয়ে ধর্মান্ধদের সমালোচনা শুনতে হয়ে কাইফকে। তিনি পাল্টা বলেছেন, যোগাসনের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।