নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত বিভিন্ন কসরত করেন কাইফ। এর মধ্যে সূর্য নমস্কারও আছে। ট্যুইটারে সেই সূর্য নমস্কারেরই ছবি দিয়েছিলেন এই ক্রিকেটার। কিন্তু যোগাসন করা নিয়ে ধর্মান্ধদের সমালোচনা শুনতে হয়ে কাইফকে। তিনি পাল্টা বলেছেন, যোগাসনের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। সূর্য নমস্কার করায় কটূক্তি, পাল্টা জবাব কাইফের
Web Desk, ABP Ananda | 01 Jan 2017 03:05 PM (IST)
নয়াদিল্লি: কয়েকদিন আগেই ধর্মান্ধদের কটূক্তির শিকার হওয়া মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছিলেন। এবার নিজেই কটূক্তির শিকার হলেন মহম্মদ কাইফ। তিনি অবশ্য পাল্টা জবাব দিয়েছেন।