পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মহম্মদ সামির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2019 06:52 PM (IST)
নয়াদিল্লি: পুলওয়ামায় নারকীয় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় সারা দেশে শোকের ছায়া। এই পরিস্থিতিতে সাহসী জওয়ানদের পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ সামি জওয়ানদের আত্মবলিদানকে কুর্ণিশ জানিয়েছে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। এই আর্থিক সাহায্যের ঘোষণা করে সামি বলেছেন, ‘যখন আমরা দেশের হয়ে খেলি, তখন সাহসী জওয়ানরা দেশের সীমান্তে আমাদের রক্ষার জন্য মোতায়েন থাকেন। আমরা জওয়ানদের পরিবারের পাশে রয়েছে। আমরা সব সময়ই তাঁদের পাশে রয়েছি’। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও নিহত জওয়ানদের পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন। তিনি নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রস্তাব দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর পুলওয়ামা হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, কথা বলা হবে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে, কথা হবে পাকিস্তানের সঙ্গে। তবে এবার কথা টেবিলে নয়, লড়াইয়ের ময়দানে হওয়া উচিত। সহ্যের সমস্ত সীমা শেষ হয়ে গিয়েছে’।